ভারতের সব খেলা দুবাইয়ে
- ক্রীড়া ডেস্ক
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বহু নাটকীয়তা আর জল্পনা-কল্পনা শেষে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেছে আইসিসি। অবশ্য গতকাল আইসিসির অফিসিয়াল ঘোষণার আগেই সূচি আর ভেনু জানা হয়ে গিয়েছিল। আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে গত কয়েক মাসের টানাপড়েনেরও সমাপ্তি ঘটল।
ওয়ানডে সংস্করণের আট দলের টুর্নামেন্টে আলোচনার কেন্দ্রে ছিল ভারতের ম্যাচগুলোর ভেনু জটিলতা নিয়ে। আগামী ১৯ নভেম্বরে করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়ানো টুর্নামেন্টে ভারতের সব ক’টি ম্যাচ হবে দুবাইতে। আগামী ২০ ফেব্রুয়ারি এই ভেনুতেই বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিপক্ষে ম্যাচ দিয়ে। দু’টি সেমিফাইনালে একটি সেমিফাইনাল-১ হবে দুবাইয়ে যদি ভারত কোয়ালিফাই করতে পারে। অন্য দিকে লাহোরে সেমিফাইনাল-২ এ থাকতে পাকিস্তান যদি তারা উঠতে পারে। ৯ মার্চের ফাইনালের ভেনু লাহোরে রাখা হলেও ভারত ফাইনালে উঠলে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। সেমিফাইনালে ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে নাজমুল হোসেন শান্তদের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। ‘বি’ গ্রুপে চার দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা