লিভারপুলের রোমাঞ্চকর জয়
- ক্রীড়া ডেস্ক
- ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গোল উৎসবের ম্যাচে বিনোদনের কোনো কমতি ছিল না। তবে সেটা শুধুই লিভারপুলের সমর্থকদের জন্য। ঘরের মাঠে নিজের দলকে বড় ব্যবধানে হারতে দেখাটা টটেনহ্যামের দর্শকদের কাছে মোটেও বিনোদনের বিষয় নয়। গত পরশু ইংলিশ প্রিমিয়ার লিগে অল রেডদের কাছে ৩-৬ ব্যবধানে হেরেছে টটেনহ্যাম। চলতি মৌসুমজুড়ে দুত্যি ছড়ানো মোহাম্মদ সালাহ এ ম্যাচেও দুর্দান্ত খেলে জোড়া গোল ও অ্যাসিস্ট করেন। দাপুটে এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরো সুসংহত করেছে আর্নে স্লটের অপ্রতিরোধ্য লিভারপুল। ১৬ ম্যাচ শেষে সালাহদের পয়েন্ট ৩৯। এক ম্যাচ বেশি খেলে চার পয়েন্ট কমে দুইয়ে চেলসি। আর নতুন কোচের অধীনেও ধুঁকতে থাকা ম্যান ইউ ২২ পয়েন্ট নিয়ে ১৩তম।
এ দিকে লা লিগায় সেভিয়াকে ৪-২ গোলে হারিয়ে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে কিলিয়ান এমবাপ্পের রুদ্র রূপে সেভিয়াকে উড়িয়ে দেয় কার্লো অ্যানচেলোত্তির দল। একটি গোল ও অ্যাসিস্টে লস ব্লাঙ্কোসদের জয়ে দারুণ অবদান রাখেন ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা। এ জয়ে ১৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৪০। সমান ম্যাচে শীর্ষে থাকা তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪১। এক ম্যাচ বেশি খেলা বার্সা ৩৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেল।
ঘরের মাঠ বার্নাবুতে ৫৩ মিনিটেই ৪-১ গোলে এগিয়ে যায় রিয়াল। ১০ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের জার্সিতে এ নিয়ে ১৪ গোল হলো ২৬ বছর বয়সী এ ফরোয়ার্ডের। ১০ মিনিট পরই ব্যবধান ২-০ করেন ফেদেরিকো ভালভার্দে। ৩৪ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি আসে রদ্রিগোর সৌজন্যে। এক মিনিট পরই ইসাক রোমেরোর গোলে ব্যবধান ৩-১ করে সেভিয়া। বিরতির পর ৫৩ মিনিটে এমবাপ্পের পাস থেকে দলের হালি গোল পূর্ণ করেন ব্রাহিম দিয়াজ। পরে ৮৫ মিনিটে দোদি লুবেবাকলোর গোলটি কেবল সেভিয়ার হারের ব্যবধানই কমিয়েছে।
প্রতিপক্ষের মাঠে প্রথামার্ধেই তিন গোল পেয়ে যায় লিভারপুল। বিপরীতে টটেনহ্যাম গোল শোধ করে একটি। ২৩ মিনিটে লুইজ দিয়াজের গোলে এগিয়ে যাওয়ার পর ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাক অ্যালিস্টার। মিনিট পাঁচেক পর জেমস ম্যাডিসনের দূরপাল্লার শটে ব্যবধান ২-১ কমিয়ে আনে স্বাগতিকরা। প্রথামার্ধের যোগ করা সময়ে দমিনিক সবোসলাইয়ে গোলে ৩-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় সফরকারীরা। আক্রমণ প্রতি-আক্রমণের ম্যাচে দ্বিতীয়ার্ধে ফের ঝড় তোলে লিভারপুল। ৫৪ ও ৬১ মিনিটে সালাহর গোলে ব্যবধান আরো বাড়িয়ে নেয় অল রেডরা। পরে ৭২ ও ৮৩ মিনিটে দেয়ান কুলুসেভস্কি ও ডমিনিক সোলাস্কির গোলে ম্যাচে ফেরার আভাস দেয় টটেনহ্যাম। তবে ৮৫ মিনিটে গোল করে অ্যাঞ্জে পোস্তেকোগলুর দলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা