০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

মার্চ উইন্ডোতে কি পাওয়া যাবে হামজাকে

-

ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে খেলানোর সব দাফতরিক কাজই করে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন বাকি শুধু ফিফার ক্লিয়ারেন্স। ফুটবলের সর্বময় সংস্থাটির প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবুজ সঙ্কেত দিলেই মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে লাল-সবুজ জার্সিতে পাওয়া যাবে হামজাকে। যদিও ভারতীয় বিভিন্ন মিডিয়ার খবর, বাংলাদেশ ২৫ মার্চে হামজাকে নিয়েই ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে। তবে এই বিষয়ে নিশ্চিত কিছুই বলেননি বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। তার মতে, আমরা আপনাকে সময় মতোই সঠিক তথ্য দেবো। এই মুহূর্তে আমাদের কাছে কোনো আপডেট নেই। আপনারা বিভিন্নভাবে যা জানছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখছেন তা আজকে পর্যন্ত সঠিক নয়। যখনই কোনো আপডেট হবে তা সবার আগে গণমাধ্যমকে জানাব।
ডিসেম্বরেই চুক্তি শেষ হচ্ছে জাতীয় দলের হেড কোচ হাভিয়ার কাবরেরার। এই স্প্যানিশ কোচের সাথে বাফুফে চুক্তি নবায়ন করবে কি না তা এখন চূড়ান্ত হয়নি। আসলে এখনো পূর্ণাঙ্গই হয়নি ন্যাশনাল টিমস কমিটি। এই কমিটির চেয়ারম্যান তাবিথ আওয়াল নিজেই। জানান, আমরা এখনো ন্যাশনাল টিমস কমিটি পূর্ণাঙ্গ করিনি। অতি শিগগিরই আমরা এই কমিটি গঠন করব। এরপর কমিটির প্রথম সভাতেই সে সিদ্ধান্ত।

পূর্ব তিমুরের মহিলা ফুটবল উন্নয়নে বাংলাদেশ
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সফরে আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। তখন তার সাথে সাক্ষাৎ হয় বাফুফে সভাপতি তাবিথ আওয়ালসহ অন্যদের। সেই সাক্ষাতে ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়ে যাওয়া দেশটির সাথে ফুটবল উন্নয়নের নানা বিষয়ে আলোচনা হয়েছে। বাফুফে সভাপতি জানান, আমরা দুই দেশের ফুটবল উন্নয়নে কাজ করার কথা বলেছি। এই মুহূর্তে বাংলাদেশের মহিলা ফুটবল বেশ এগিয়েছে। তাই আমরা মহিলা ফুটবলে পূর্ব তিমুরকে সাহায্য করতে চাই। তাদের সাথে প্রীতি ম্যাচ খেলার বিষয়েও কথা হয়েছে।

আগামীতে দেশব্যাপী বিজয় দিবস ফুটবল
বিজয় দিবস এলে বাফুফের উদ্যোগে সাবেক ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। লাল ও সবুজ দল নামে এই ম্যাচ। গতকালই বাফুফের টার্ফে হয়ে গেল তেমনই একটি প্রীতি ম্যাচ। এর আগে ফুটবলারদের সাথে পরিচিত হন তাবিথ আওয়াল। এরপর তিনি জানান, আগামীতে সারা দেশে সাবেক ফুটবলারদের নিয়ে বিজয় দিবস ফুটবল হবে। এতে ঢাকার বাইরে থাকা সাবেক ফুটবলাররাও এতে শরিক হতে পারবেন।

 

 


আরো সংবাদ



premium cement