১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এনসিএল ছাড়লেন তামিম

-

চলতি জাতীয় লিগ (এনসিএল) দিয়েই ২১৯ দিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন তামিম ইকবাল খান। লম্বা সময় পর ফিরে প্রথম ম্যাচে করেন মাত্র ১৩ রান। পরের ম্যাচে চট্টগ্রাম বিভাগের এই তারকা ক্রিকেটার ঝড় তুলে ২৭ বলে ফিফটি করেন। খেলেন ৩৩ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস। এর পরেরটিতে আরো আক্রমণাত্মক। বরিশালের বিপক্ষে ফিফটি তোলেন ৩৭ বলে। স্বীকৃত টি-২০ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থেকে ফেরেন সাজঘরে। ফর্মের এমন তুঙ্গে থেকে নিজেকে সরিয়ে নিলেন এনসিএল থেকে।
চার রাউন্ডের খেলা শেষে সিলেট ভেনু ছেড়ে গত রোববার রাতেই ঢাকায় চলে এসেছেন তামিম। বলা হচ্ছে- চোটে পড়ায় এনসিএল আর খেলবেন না তিনি। সিলেট ছাড়ার আগে গণমাধ্যমে তিনি বলেন, ‘দেখুন, আমার চারটা থেকে পাঁচটা ম্যাচ খেলার কথা ছিল। আমার প্রস্তুতি যতটুকু নেয়ার কথা ছিল- আমার মনে হয় আমি সবটুকু করেছি।’
এবারের জাতীয় লিগ টি-২০তে চট্টগ্রাম বিভাগের হয়ে চার ম্যাচে ৬৩.৩৩ গড়ে ও ১৫০.৭৯ স্ট্রাইকরেটে ১৯০ রান করেছেন তামিম।

 


আরো সংবাদ



premium cement