ভারতীয় বিশ্ব দাবাড়ুর বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ
- ক্রীড়া প্রতিবেদক
- ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩০
সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন ভারতের ডি গুকেশ। চীনের ডিং লিরেনের বিপক্ষে ৭.৫-৬.৫ স্কোরে তিনি বিজয়ী হন। যদিও তার এমন কীর্তি নিয়ে উঠেছে বিতর্ক। রাশিয়ার দাবা সংস্থার প্রধান আন্দ্রে ফিলাতভের অভিযোগ, ডিং লিরেন ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরেছেন। বিষয়টি নিয়ে তিনি তদন্তের আহ্বান জানান।
গত বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ১৩ ম্যাচ শেষে সমান পয়েন্ট ছিল গুকেশ ও লিরেনের। ১৪তম ক্লাসিকাল ম্যাচটি জেতেন ভারতীয় দাবাড়ু। ১৩তম ম্যাচ শেষে দু’জনের পয়েন্ট সমান ছিল। শেষ ম্যাচ জিততেই ১৮ বছর ৮ মাস ১৪ দিন বয়সে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ।
রাশিয়ার দাবা সংস্থার প্রধানের অভিযোগ, বিশ্বচ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ সবাইকে অবাক করে দিয়েছে। চীনের দাবাড়ু যেভাবে হেরেছেন তা সন্দেহজনক। এটা নিয়ে ফিদের তদন্ত করা উচিত। লিরেন ম্যাচটা যে জায়গা থেকে হেরেছে, তা একজন প্রথম শ্রেণীর দাবাড়ুর পক্ষেও হারা কঠিন। চীনের দাবাড়ুর এই হার ইচ্ছাকৃত মনে হচ্ছে।
এ দিকে রাশিয়ান বার্তা সংস্থা তাস বলেছে, শেষ ম্যাচের ফলাফল পেশাদার ও দাবা অনুরাগীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছিল। নিষ্পত্তিমূলক বিভাগে চীনা দাবা খেলোয়াড়ের কাজ অত্যন্ত সন্দেহজনক। এফআইডিই কর্তৃক পৃথক তদন্তের প্রয়োজন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা