ফরহাদের বিদায়ী ম্যাচে রাজশাহীর জয়
- ক্রীড়া প্রতিবেদক
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রাজশাহীর জন্য ম্যাচটি বিশেষ কিছু ছিল বিশেষ কারণে। এই ম্যাচ দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলেছেন ফরহাদ রেজা। শেষবার ব্যাটিংয়ে নামার আগে দুই দলের ক্রিকেটাররাই তাকে গার্ড অব অনার দিয়েছেন। তবে বিদায়টা সুখকর হয়নি। আউট হয়েছেন প্রথম বলেই। সিলেটের পেসার সফর আলীর ইনসুইংয়ে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হন। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ১৪৪ ম্যাচ খেলেছেন তিনি। ২২৫তম ইনিংসে শূন্য রানেই ফিরলেন তিনি। ব্যাট হাতে ব্যর্থ হলেও সতীর্থরা তাকে জয় দিয়েই বিদায় দিয়েছেন।
সিলেটের বিপক্ষে শেষ ম্যাচটি দিয়েই প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ফরহাদ রেজা। ২০০৫ থেকে প্রায় ১৯ বছরের ক্যারিয়ারে ১৪৪ ম্যাচ খেলে ৭ সেঞ্চুরি ও ৩৩ ফিফটিতে ৫ হাজার ৯০৪ রানের সঙ্গে ইনিংসে ৯ বার ৫ উইকেটসহ তার শিকার ৩১৫ উইকেট। ম্যাচ শেষে বিসিবি ও সতীর্থদের কাছ থেকে বিশেষ স্মারক উপহার পান ফরহাদ।
এর আগে প্রথম ইনিংসে ফরহাদের ব্যাট থেকে এসেছিল ৭ রানের ইনিংস। অবশ্য সাব্বির হোসেনের সেঞ্চুরিতে ভর করে ২২৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল রাজশাহী। দ্বিতীয় ইনিংসে রাজশাহী অল আউট হয় ১৮৬ রানে। যদিও তাদের লক্ষ্য ছিল ২০১ রানের। জাতীয় লিগের শেষ রাউন্ডের শেষ দিন সকালেই দ্রুত ২ উইকেট তুলে নিয়ে ৫৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে রাজশাহী।
রুয়েলের ৬ উইকেট
জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে ঢাকা বিভাগকে ১২২ রানের বড় ব্যবধানে হারিয়েছে বরিশাল বিভাগ। ২২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রুয়েল মিয়ার তোপে মাত্র ৯৮ রানেই অলআউট হয় ঢাকা। বরিশালের হয়ে ২৮ রান খরচায় ৬ উইকেট নেন এই পেসার।
পাঁচ উইকেটে ২০৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বরিশাল। বাকি ৩৪ রান তুলতেই অবশিষ্ট পাঁচটি উইকেট হারায় তারা। ২৪১ রানে থামে বরিশালের ইনিংস।
২২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামলে ঢাকার ব্যাটারদের আসা যাওয়ার মাঝে ব্যস্ত রাখেন রুয়েল। শেষ পর্যন্ত ৯৮ রানে অলআউট হয় দলটি।
খুলনায় রোমাঞ্চকর ড্র
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নাটকীয়তার পর ড্রয়ে শেষ হয়েছে খুলনা ও রংপুরের ম্যাচ। ম্যাচের শেষ দিন প্রথম সেশন শেষে ৬ উইকেটে ১৪৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে খুলনা। রংপুরের সামনে ২৫৯ রানের লক্ষ্য। একপর্যায়ে রংপুরকে চেপে ধরে খুলনা। পরে ঘুরে দাঁড়িয়ে ৭ উইকেটে ২৪২ রানে দিন শেষ করে রংপুর। সাত ম্যাচে দুই জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করল রংপুর। সমান ম্যাচে দুই জয় ও চার ড্র করা খুলনার সংগ্রহ ২৪ পয়েন্ট।
খুলনার হয়ে ৪ উইকেট নেন মেহেদি। এর সঙ্গে প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাঁহাতি পেসার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা