০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই

-

২০১০ সালে কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে। গতকাল চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর।
দীর্ঘ দিন ধরে মানসিকভাবে অসুস্থ সাদিয়া বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ছাদ থেকে পড়ে যাওয়ার পর তাকে আহতাবস্থায় চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে ২০১৭ সালে রান্নাঘরে অগ্নি দুর্ঘটনায় শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় শ্বাস নালিও। ঢাকা মেডিক্যালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে কয়েক মাসের চিকিৎসায় গায়ের ক্ষত শুকিয়েছে বটে; কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় কেটেছে জীবনের শেষ সময়গুলো।
মৃত্যুর আগের অবস্থা সম্পর্কে সাদিয়ার বাবা সৈয়দ সারোয়ার জানান, ‘অগ্নিদগ্ধ হওয়ার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিল মেয়েটা। চিকিৎসাও চলছিল। সোমবার (গতকাল) সকালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুতই হাসপাতালে নেয়া হয়েছিল। ওই সময় নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। বেলা সোয়া ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
২০১০ সালের যুব অলিম্পিকের উদ্বোধনী মার্চ-পাস্টে জাতীয় পতাকা বহন করেছিলেন সাদিয়া। পাদপ্রদীপের আলোয় আসেন ঢাকা এসএ গেমস দিয়ে। শারমিন আক্তার রত্না ও তৃপ্তি দত্তকে নিয়ে ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে স্বর্ণ জিতেন।

 

 


আরো সংবাদ



premium cement