০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ওয়ানডে

হোয়াইটওয়াশের সাথে আরেক মিশন

-

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দু’টি জেতা হয়ে গেছে। মানে সিরিজ নিজেদের করে ফেলেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। আজ সকাল দশটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে। এ ম্যাচে জিতলে হোয়াইটওয়াশ হবে আইরিশরা। এ হোয়াইটওয়াশের সাথে টাইগ্রেসদের আইসিসি চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট পাওয়ার বিষয়ও জড়িত, যা তাদের বিশ্বকাপের বাছাই পর্বে খেলার ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৫২ রানের জবাবে মাত্র ৯৮ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ সফরকারীদের ১৯৩ রানকে টপকে ৫ উইকেটে জয় তুলে নেয়। দুই ম্যাচেই ফিফটি করেছেন ফারজানা হক পিংকি। প্রথম ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬১ রান। পরের ম্যাচে করেন ৫০। আজ তার হ্যাটট্রিক ফিফটির মিশন। আজ যদি তিনি স্কোরকে তিন অঙ্কের কোটা পার করাতে পারেন তাহলে দারুণ সিরিজ কাটবে তার। তিনি মোট ১১১ রান করলেও শারমিন আক্তার করেছেন ১৩৯ রান। দুই এরপর সিলেটে টি-২০ সিরিজ খেলবে

 


আরো সংবাদ



premium cement