৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ক্যাচ মিসের দিনে ‘বাজপাখি’ ফিলিপস

শূন্যে শরীর ভাসিয়ে অসাধারণ ক্যাচ নিচ্ছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস : ইন্টারনেট -

এক, দুই, তিনবার নয় শুধু। গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচটি অগণিতবার দেখলেও যেন স্বাদ মিটবে না। ওলি পপের ইনিংসে সমাপ্তি এনে দেয়া ওই ক্যাচটি স্বচোক্ষে না দেখে থাকলে ভাষায় বর্ণনা করা কঠিন। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে শূন্যে ভেসে বাজপাখির মতো ছোঁ মেরে যেভাবে বল তালুবন্দী করেন তিনি, সত্যিকারের বাজপাখিও বোধহয় ‘ফেল’! যদিও ফিলিপসের অসাধারণ ফিল্ডিং মøান করে দেন তার সতীর্থরা। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে ছয়টি ক্যাচ মিস করেছে নিউজিল্যান্ড। ১৩২ রানে অপরাজিত থেকে দিন শেষ করা এক হ্যারি ব্রুককেই চারবার জীবন দিয়েছে কিউইরা। অন্য প্রান্তে ৩৭ রানে অপরাজিত থাকা বেন স্টোকসও একবার ক্যাচ তুলে বেঁচে গেছেন। এই দুই ব্যাটারের ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৩১৯ রান। দিনের শুরুতে স্বাগতিকদের ৩৪৮ রানে থামিয়ে দিন শেষে এখনো ২৯ রানে পিছিয়ে আছে ইংলিশরা।
স্কোরবোর্ডে ৫০ রান তোলার আগেই তিন উইকেট হারিয়ে চাপে ছিল ইংল্যান্ড। জঘন্য ফিল্ডিংয়ে স্টোকসদের ইনিংস মেরামত করতে দারুণ অবদান রাখে নিউজিল্যান্ডের ফিল্ডাররা। পঞ্চম উইকেটে ওলি পপের সাথে ১৫১ রানের জুটি করেন হ্যারি ব্রুক। ২২তম টেস্টে সপ্তম সেঞ্চরি পাওয়া ব্রুক জীবন পেয়েছেন ১৮,৪১,৭০ ও ১০৬ রানে। নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম একাই ছেড়েছেন তিনটি ক্যাচ। একটি করে ক্যাচ মিস করেন ফিলিপস, ডেভন কনওয়ে ও কিপার টম ব্লান্ডেল। এর আগে নিউজিল্যান্ড অলআউট হয় ৩৪৮ রানে। চারটি করে উইকেট শিকার করেন ব্রাইডন কার্স ও স্পিনার শোয়েব বাশির।

 


আরো সংবাদ



premium cement