২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ধাপে ধাপে এগোতে চান মারুফা

অধিনায়ক জ্যোতির জন্মদিন ছিল প্রথম ম্যাচের দিন। দলের জয়ে সেই আনন্দে মিলেমিশে একাকার। জানিয়ে দিলেন পরের ম্যাচে এই আনন্দের রেশ ধরে রাখতে চান : বিসিবি -

নারী চ্যাম্পিয়নশিপের অংশ বলেই বাংলাদেশ-আয়ারল্যান্ড গুরুত্বটা একটু বেশি। প্রথম ম্যাচ জেতার পর আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের সিরিজ নিয়ে আগ্রহ অনেকটাই বেড়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও গণমাধ্যমেও। একসাথে দু’টি রেকর্ড গড়ে এই জয় পেয়েছে বাংলাদেশ। দলীয় সর্বোচ্চ ২৫২ রান করার পর তারা জেতে রেকর্ড ১৫৪ রানে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। তবে পেসার মারুফা আক্তার জানিয়েছেন, ম্যাচ বাই ম্যাচই ভাবতে চান তারা।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মারুফা বলেন, আমরা একটা ম্যাচ নিয়েই চিন্তা করছি। প্রথম ম্যাচ জিতেছি। এখন আমাদের লক্ষ্য দ্বিতীয় ম্যাচ। তা জিতলে তৃতীয় ম্যাচ নিয়ে চিন্তা করব। তারা যেহেতু হেরেছে, তাই ভালোভাবে টার্গেট করবে। আমাদেরও আরো বেশি চিন্তা করতে হবে তারা কোন কোন দিক থেকে দুর্বল, কোন দিক থেকে ভালো খেলছে। এ দিকে একটু বেশি ফোকাস দিতে হবে।
রেকর্ড রান করার পর বোলিংয়েও দারুণ করেছে বাংলাদেশ। আইরিশ মেয়েরা অলআউট হয়েছে স্রেফ ৯৮ রানে। একমাত্র পেসার হিসেবে খেলা মারুফা নিয়েছেন দুই উইকেট। তবে আরো উন্নতির পথ খুঁজছেন মারুফা। আরো একজন পেসার থাকা নিয়ে মারুফা বলেন, আমার কাছে মনে হয়েছে স্পিন বলেন, পেস অ্যাটাক বলেন অনেক ভালো হচ্ছে। ইনশা আল্লাহ পরের ম্যাচে আরো ভালো করব।
তিনি যোগ করেন, তারা অবশ্যই কামব্যাক করতে চাইবে। আমাদের আরো বেশি ফোকাস দিতে হবে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে। একজন বাড়তি পেসার হলে অবশ্যই ভালো হতো। যেহেতু মিরপুর স্পিন উইকেট। এখন টিম যা ভালো বোঝে।
দুই বছর পর ওয়ানডে দলে দিলারা
২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে অভিষেক হয় দিলারা আক্তারের। সেই সিরিজে প্রথম ম্যাচে ১৮ বলে আট রান করার পর দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি। সেই সিরিজের পর আর ওয়ানডেতে ডাক পাননি। তবে এই ফরম্যাটে নিজের সামর্থ্যরে জানান দিয়ে যাচ্ছিলেন। গত মে-জুন মাসে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে স্বপ্নের মতো সময় পার করেছিলেন দিলারা। তাতেই বিসিবির নজরে। দুই বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরলেন। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের জন্য তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রিমিয়ারে দিলারা আবাহনী লিমিটেডের জার্সি গায়ে ৯ ইনিংসে ৪৭.৫৬ গড়ে ৪২৮ রান করেন। এরপর ওয়ানডে দলে দিলারার সুযোগ না পেলেও টি-২০ দলে নিয়মিত খেলছেন।


আরো সংবাদ



premium cement

সকল