লেভার ‘সেঞ্চুরিতে’ বার্সার জয়
- ক্রীড়া ডেস্ক
- ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৮
দারুণ এই রেকর্ডের অধিকারী ছিলেন শুধু দুই জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তৃতীয় ফুটবলার হিসেবে দুই মহাতারকার পাশে বসলেন রবার্ট লেভানোদোভস্কি। চ্যাম্পিয়নস লিগে ১০০ গোলের দারুণ মাইলফলক অতিক্রম করলেন বার্সা ফরোয়ার্ড। গত পরশু চ্যাম্পিয়নস লিগে এই পোলিশ তারকার জোড়া গোলে ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের অন্য গোলটি আসে দানি ওলমোর পা থেকে।
রাতের অন্য ম্যাচে পিএসজির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ এরিনায় বাভারিয়ানদের হয়ে জয়সূচক গোলটি করেন মিন-জে কিম। একই ব্যবধানে লাইপজিগের বিপক্ষে প্রতিপক্ষের আত্মঘাতী এক গোলে ১-০ ব্যবধানে জিতেছে ইন্টার মিলান। ঘরের মাঠে সালজবার্গকে গোলবন্যায় ভাসিয়ে ৫-০ গোলে জিতেছে জাভি আলোনসোর লেভারকুজেন। স্পোর্টিং ক্লাবের সাবেক কোচ রুবেন আমোরিমের বিদায়ের পর হোঁচট খেল পর্তুগিজ ক্লাবটি। নিজেদের মাঠেই ক্লাবটিকে ৫-১ গোলে হারের তেতো স্বাদ উপহার দিয়েছে আর্সেনাল। সুইস ক্লাব ইয়ং বয়েজের বিপক্ষে গোল উৎসবে মেতে ৬-১ গোলে বড় জয় পায় আটালান্টা।
আক্রমণভাগে ত্রাস ছড়ানো লামিনে ইয়ামালের চোটের কারণে গত দুই ম্যাচ ভুগতে হয়েছিল বার্সেলোনাকে। তবে ব্রেস্তের বিপক্ষে এই উঠতি তারকার অনুপস্থিতি টের পেতে দেননি লেভানোদোভস্কি। নিজেদের ডেরায় বল দখল আর আক্রমণে প্রতিপক্ষকে ন্যূনতম সুযোগ দেয়নি কাতলান জায়ান্টরা।
১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চ্যাম্পিয়নস লিগে গোলের ‘সেঞ্চুরি’ করেন লেভানোদভস্কি। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ব্যবধান ২-০ করেন দানি ওলমো। জেরার্ড মার্টিনোর পাস থেকে ব্রেস্তের দুই ডিফেন্ডারকে পরাস্থ করে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার।
নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা দ্বিতীয় মিনিটে জোড়া গোল পূর্ণ করেন লেভানোদোভস্কি। এই নিয়ে চ্যাম্পিয়নস লিগে তার গোল হলো ১০১টি। সর্বোচ্চ ১৪১ গোলের মালিক ইউরোপ সেরার এই টুর্নামেন্টের সফলতম ফুটবলার রোনালদো। ১২৯ গোল করা ইন্টার মিয়ামি তারকা মেসি আছেন দ্বিতীয় স্থানে।
এই জয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। অন্য দিকে তাদের বিপক্ষে হেরে ১০ পয়েন্ট নিয়ে তালিকার নয়ে আছে ব্রেস্ত। বার্সা থেকে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইন্টার মিলান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা