২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টি-২০তে সর্বনিম্ন রানের বিশ্বরেকর্ড

-

রেকর্ড নাকি করা হয় ভাঙার জন্যই। তবে নাইজেরিয়ার বিপক্ষে আইভরিকোস্ট যে অবিশ্বাস্য রেকর্ডের স্বাক্ষী হলো তা ভাঙতে চাইবে না কোনো দলই। ২০২৬ টি-২০ বিশ্বকাপে আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে নাইজেরিয়ার বিপক্ষে সাত রানে অলআউট হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বনিম্ন রান করার ব্রিবতকর রেকর্ডে নাম লেখায় আইভরিকোস্ট। গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়ার রেকর্ড ভেঙে দিলো দলটি। নাইজেরিয়ার ২৭১ রানের জবাবে এক সংখ্যার ঘরেই থেমে যায় আইভেনিকোস্টের ইনিংস। ২৬৪ রানের এই জয় টি-২০ ক্রিকেট ইতিহাসে রানের ব্যবধানে তৃতীয় সর্বোচ্চ। গত মাসে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ২৯০ রানের জয় এখন পর্যন্ত সবার ওপরে। আর গত বছর মঙ্গোলিয়াকে বিপক্ষে নেপালের ২৭৩ রানের জয় দ্বিতীয় সর্বোচ্চ।

 


আরো সংবাদ



premium cement