লাল কার্ডের জেরে বার্সার ড্র
- ক্রীড়া ডেস্ক
- ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
সেল্টাভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। ম্যাচের দুই অর্ধেই রাফিনহা ও রবার্ট লেভানোদোভস্কি গোল করলে জয়ে ফেরার সম্ভাবনা জাগিয়েও তোলে ন্যু ক্যাম্পের দলটি। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট হারাল হান্সি ফ্লিকের দল। নির্ধারিত সময় শেষ হওয়ার আট মিনিট বাকি। ৮২ মিনিটে সেল্টার মিডফিল্ডার ইলাইক্স মোরিবাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক কাসাদো। ১০ জনের দলটিকে পেয়ে ৮৪ ও ৮৬ মিনিটে দু’টি গোল করে পয়েন্ট কেড়ে নিলো স্বাগতিকেরা। আলফানসো গঞ্জালেসের গোলে ব্যবধান কমানোর ২ মিনিট পরের হুগো আলভারেজ জালের ঠিকানা পেলে সমতা নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
স্প্যানিশ লা লিগায় এ দিন আলভেজকে ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। নিজ মাঠে এসপানিওলের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে জিরোনা। লাস পালমাসকে ৩-২ হারায় ১০ জনের দল মায়োর্কা।
এই ড্রয়ের পরও ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ। ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে জিরোনা। দুই ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে সেল্টাভিগো।
এদিকে ইতালিয়ান সিরি ‘আ’তে নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয়েছে এসি মিলান ও জুভেন্টাসের লড়াই। গোলশূন্য ড্র’র পরও এবারের লিগে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে অপরাজেয় ধারা ধরে রাখল জুভেন্টাস।
এবার টটেনহ্যামের কাছে বিধ্বস্ত গার্দিওলার সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে গত ছয় মৌসুমে পাঁচবারই শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। আর টানা চার মৌসুমে ট্রফির গায়ে লেখা হয়েছে ইত্তিহাদের দলটির। ফেবারিট হিসেবেই চলতি মৌসুমও শুরু করেছিল পেপ গার্দিওলার দল। কিন্তু দিন যতই গড়াচ্ছে, দুর্দশা ততই বাড়ছে সিটিজেনদের। নিজেদের মাঠে গত পরশু টটেনহ্যাম হটস্পারের কাছে ৪-০ গোলে রীতিমতো বিধ্বস্ত হয়েছে সিটি। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা পাঁচ ম্যাচে পরাজয়ের মুখ দেখল গার্দিওলার দল।
প্রিমিয়ার লিগে এ দিন টানা চার ম্যাচের হতাশাময় যাত্রার পর জয়ে ফিরল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে দাপুটে পারফরম্যান্সে নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল। দিনের অন্য ম্যাচে লেস্টার সিটিকে ২-১-এ হারিয়েছে চেলসি। ফুলহ্যামের মাঠ থেকে ৪-১ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে উলভারহ্যাম্পটন। ১০ জনের দল ব্রেন্টফোর্ড গোলশূন্য ড্র করে এভারটনের বিপক্ষে। বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়েছে ব্রাইটন। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ক্রিস্টাল প্যালেস।
ইতিহাদে সিটির এটাই সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। আর ইংলিশ ফুটবলের সবশেষ ৬৮ বছরের ইতিহাসে শীর্ষ লিগের শিরোপাধারী প্রথম ক্লাব হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হারল সিটি। এর আগে ১৯৫৬ সালে এমন তিক্ত অভিজ্ঞতা হয়েছিল চেলসির।
সিটি সবশেষ টানা পাঁচ ম্যাচ হেরেছিল ২০০৬ সালে, সেবার টানা ছয় ম্যাচ হেরেছিল তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা