২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্বর্ণজয়ের হ্যাটট্রিক চান মাবিয়া

-

বুঝিয়ে দিলেন এখনো হারিয়ে যাননি মাবিয়া আক্তার সীমান্ত। চমক দেখালেন ভারোত্তোলনে সাউথ এশিয়ান (এসএ) গেমসে জোড়া স্বর্ণজয়ী মাবিয়া। আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় তিনটি রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন আনসারের এই ভারোত্তোলক। এখন তার লক্ষ্য আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠেয় এসএ গেমসে স্বর্ণ জয়ের হ্যাটট্রিক পূর্ণ করা। মাবিয়ার কথায়, ‘গত দুটো এসএ গেমসে স্বর্ণ জিতেছি। আগামী এসএ গেমসে স্বর্ণজয়ের হ্যাটট্রিক পূর্ণ করতে চাই।’
গতকাল আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলনে তিনটি নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন তিনি। ৭১ কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচে ৮৫ কেজি তুলে নতুন জাতীয় রেকর্ড, ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি তুলে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এ ছাড়া দু’টি মিলিয়ে মোট ১৯৬ কেজি তুলে আরেকটি রেকর্ড গড়েছেন মাবিয়া। এই ইভেন্টে একই সংস্থার ফাহিমা আক্তার ময়না অনেক পিছিয়ে থেকে রুপা জেতেন। তিনি স্ন্যাচে ৫৫ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৭০ কেজিসহ মোট ১২৫ কেজি ওজন তোলেন। নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট মাবিয়া আক্তারের কথা, ‘আমার খুব ভালো লাগছে তিনটি নতুন রেকর্ড গড়তে পারায়। এখন আমার লক্ষ্য এসএ গেমসে আরেকটি স্বর্ণ জেতার। সেটা হলেই আমার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স হবে।’ তবে এসএ গেমসের আগে ডিসেম্বরে বাহরাইনে অনুষ্ঠেয় বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে নিজেকে পরীক্ষা করতে পারছেন এই স্বর্ণকন্যা। ৬-১৫ ডিসেম্বর রাজধানী মানামায় হবে এই টুর্নামেন্ট।
এ দিকে একই দিনে ৫৫ কেজি ওজন শ্রেণীতে তিনটি রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর মারজিয়া আক্তার ইকরা। ৫৯ কেজি ওজন শ্রেণীতে দু’টি নতুন করেছেন সেনাবাহিনীর আরেক ভারোত্তোলক স্মৃতি আক্তার।


আরো সংবাদ



premium cement