আমরা রেডি বিসিবি ডাকে না
- ক্রীড়া প্রতিবেদক
- ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
একটা সময় মোহাম্মদ রফিকের স্পিন সারা বিশ্বে সমাদৃত হয়। বিশ্বের নামী-দামি ব্যাটাররা বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে রফিকের স্পিন কিভাবে মোাকাবেলা করবেন সে ছক কষতেন। অবসরের পর বাংলাদেশের এই তারকা স্পিনার ভেবেছিলেন নিজের অভিজ্ঞতা ছড়িয়ে দেবেন দেশের তরুণ ক্রিকেটারদের মাঝে। যদিও বিসিবির অবহেলায় জাতীয় দল বা অ্যাকাডেমির কোচিং প্যানেলে কখনই দেখা যায়নি তাকে। অবশ্য সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করে। রফিক অভিমান-ক্ষোভে জানিয়েছেন দেশের জন্য তারা কাজ করতে সবসময় তৈরি থাকলেও বিসিবি কখনও ডাকে না।
গতকাল মিরপুরে অনুশীলনের ফাঁকে আক্ষেপ নিয়ে গণমাধ্যমকে রফিক বলেছেন, ‘আমরা কিন্তু সবসময়ই রেডি থাকি। কখন আমাদের বোর্ড ডাকবে। দুঃখের বিষয় আমরা অনেক দিন হলো অবসর নিয়েছি, এখন পর্যন্ত তারা সাড়া দেয়নি। কিন্তু আমরা তাদের আশায় বসে থাকিনি। ঘরোয়া ক্রিকেটের খেলায় আছি। শেখ জামাল আছে, রংপুর রাইডার্স আছে। আমরা কিন্তু ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকি।’
ক’দিন আগেই বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে যুক্ত করা হয়েছে মোহাম্মদ সালাহউদ্দিনকে। এর ফলে দেশের কোচদের সম্ভাবনার দুয়ার খুলে গেছে বলে মনে করেন রফিক। দ্রুত ফলাফল না এলেও দেশী কোচদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ১০০ উইকেট নেয়া এই স্পিনার। ‘আমরা ক্রিকেট খেলে যে অভিজ্ঞতাটা নিয়েছি সেটা আমরা দেশের মানুষকে ভাগাভাগি করতে পারছি না। এটা কিন্তু দুঃখ লাগে যে কেন পারছি না। দিন দিন কোচিংয়ের জায়গাটার উন্নতি হচ্ছে এটা ভালো। সালাহউদ্দিন কোচ হিসেবে যাচ্ছে, ফলাফল ভালো হলে ভালো হবে। খেলবে তো প্লেয়ার। আমরা কোচ হিসেবে যারা কাজ করি, আমরা তাদের টিপস দিচ্ছি। কিন্তু মাঠে গিয়ে তো খেলে দিতে পারি না।’
তিনি আরও যোগ করেছেন, ‘খেলবে কিন্তু ওরাই। দেখতে হবে টিপস যে দিচ্ছি সেটা ওরা কাজে লাগাচ্ছে কি না। এটা সবচেয়ে বড় বিষয়। বাংলাদেশের কোচরা কাজ করছে এটা একটি ইতিবাচক দিক। হতে পারে আপনি তাড়াতাড়ি ফলাফল পাবেন না। যখন সারা বাংলাদেশে স্থানীয় কোচ ছড়িয়ে যাবে তখন সবাই সবাইকে চিনবে এবং ফলাফলটা ভালো পাবেন।’
বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলও কথা বললেন রফিকের সুরে। জাতীয় দলে একজন দেশী কোচের দাবি অনেক দিনের। মোহাম্মদ সালাহদ্দিনকে নিয়োগের মাধ্যমে বিসিবি সেই প্রত্যাশা কিছুটা হলেও পূরণ করেছে। আশরাফুল মনে করেন বিসিবি এই সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেছে। ক্রিকেটে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে এবার কোচের ভূমিকায় আশরাফুল। ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন। আশরাফুল বলেন, ‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখানোর সুযোগ আছে। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ে আসতে চাই, তবে এখনই নয়।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা