১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টেনিসে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা

-

২০১০ ফুটবল বিশ্বকাপের সেরা ফুটবলার হয়েছিলেন দিয়েগো ফোরলান। উরুগুয়ের হয়ে ১১২ ম্যাচে ৩৬ গোল করেছেন এই ফরোয়ার্ড। ২০১০ বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন তিনি। ক্যারিয়ারে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, সিরি ‘আ’র ইন্টার মিলান, স্প্যানিশ লা লিগায় আথলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়ালের মতো ক্লাবে। ২০১৯ সালে বুট জোড়া তুলে রাখা ফোরলানের টেনিসের সাথে সখ্য মাত্র ২ বছর বয়সে। পেশাদার টেনিসে নাম লেখানোর আশায় গত বছর থেকে আবার র‌্যাকেট হাতে তুলে নেন। টানা অনুশীলন করে নিজেকে প্রস্তুত করার পরই উরুগুয়ে ওপেনে খেলার ঘোষণা দেন। উরুগুয়ের ওপেনের দ্বৈতে গত পরশু আর্জেন্টিনার ফেদেরিকো কোরির সাথে জুটি গড়ে খেলতে নেমে হেরে গেছেন ফোরলান। তাদেরকে ৬-১, ৬-২ গেমে হারিয়েছে বলিভিয়ার বরিস আরিয়াস ও ফেদেরিকো সেবায়োস জুটি। ৪৫ বছর বয়সি সাবেক এই ফুটবলার অবসরের পর ফুটবলে কোচিং করানোর পাশাপাশি টেনিসে নতুন অধ্যায় শুরু করেন। নিজ দেশে ৪০টির বেশি টুর্নামেন্টে খেলে ফেলেছেন তিনি। বড় টুর্নামেন্টে তার অভিষেক হলো উরুগুয়ে ওপেনের এই ম্যাচ দিয়ে।


আরো সংবাদ



premium cement