১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তিলকের সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড ভারতের

-

টি-২০ ক্রিকেটকে সবচেয়ে বেশি আত্মস্থ করতে পেরেছে বোধ হয় ভারতই। আইপিএলের সৌজন্যে হোক কিংবা অন্য কোনো কারণ, কুড়ি ওভারের ক্রিকেটে সূর্যকুমার যাদবরা আধিপত্য দেখিয়েই যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত পরশু ১১ রানে জেতা ম্যাচে এই সংস্করণে দুর্দান্ত এক রেকর্ডে জায়গা করে নেয় রোহিত-কোহিলকে ছাড়া খেলতে নামা দলটি। টি-২০তে এক বছরে সবচেয়ে বেশি ২০০ বা তার অধিক রান করার বিশ্বরেকর্ড গড়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। এই বছর আট বার দুই শ’র কোটা পূর্ণ করেছে তারা। এতদিন জাপানের সাথে সাতবার ২০০ বা তার অধিক স্কোর করে এই রেকর্ডের যৌথ মালিক ছিল ভারত।
সেঞ্চুরিয়ানে তিলক ভার্মার সেঞ্চুরিতে ২১৯ রানের বড় সংগ্রহ পায় ভারত। ৫৬ বলে ১০৭ রানের দারুণ ইনিংস খেলা এই ব্যাটার হন ম্যাচসেরা। ২০৮ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। চার ম্যাচের টি-২০ সিরিজে তৃতীয় ম্যাচের এই জয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকরীরা। আজ একই ভেনুতে শেষ ম্যাচ।


আরো সংবাদ



premium cement