১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চ্যাম্পিয়ন্স লিগের আগে পরীক্ষা-নিরীক্ষা নয়

-


ওয়ানডেতে দেশে কিংবা দেশের বাইরে বাংলাদেশকে সমীহ করতে বাধ্যই হতো ক্রিকেট খেলুড়ে দেশগুলো। ধীরে ধীরে সেই দলটি এখন আত্মবিশ্বাস হারিয়ে অস্থিরতায় ভুগছে। শারজায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ হার আরা মুচড়ে দিয়েছে টাইগারদের। শারজায় আফগানদের কাছে সিরিজ হেরে বর্তমানে ওয়ানডে র‌্যাংকিংয়ে একধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমেছে বাংলাদেশ। ২০০৭ সালে এই সংস্করণে বাংলাদেশের অবস্থান ছিল ৯। তাতেই প্রশ্ন, ১৭ বছরে উন্নতি কোথায়?
২০২২ সালে তামিম ইকবালের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় তাদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ধারাবাহিকতার ওখানেই সমাপ্তি। ওয়ানডে সংস্করণে আর ধারাবাহিক থাকতে পারেনি। এই সময়ে দেশের মাঠে ভারত ও শ্রীলঙ্কা আর গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের বিপরীতে হেরেছে ছয়টিতে। এই ছয় সিরিজের তিনটিই হেরেছে নিজেদের ডেরায়। গত দুই বছরে জিম্বাবুয়ের কাছেও ওয়ানডে সিরিজ হেরেছে লাল-সুবজরা। আফগানিস্তানের কাছেও দু’বার ওয়ানডে সিরিজ হেরেছে।

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টানা ছয় বছর নির্বিঘেœ অধিনায়কত্ব করেছেন, গত দুই বছরে সেটি আর দেখা যায়নি। ২০২৩ সালের জুলাইয়ে নাটকীয়ভাবে আফগানিস্তান সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। লিটন দাসকে এরপর আপদকালীন দায়িত্ব দিলেও ২০২৩ এশিয়া কাপের আগে আকস্মিকভাবে সাকিব আল হাসানকে ওয়ানডে সংস্করণের অধিনায়ক করা হয়।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের চেনা কন্ডিশনে সাকিববাহিনীর ভরাডুবি। খেলতে যাওয়ার আগে সাকিবের বিতর্কিত সাক্ষাৎকার। তামিমও নিজের ফেসবুক পেজে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় আক্ষেপের ভিডিও। তামিম-সাকিবের অন্তর্দ্বন্দ্বে বেশ বাজে প্রভাব পড়ে বিশ্বকাপে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই হতশ্রী পারফরম্যান্সে টানা ছয় ম্যাচ হার। এরপর শঙ্কা জাগে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবে তো বাংলাদেশ। দিল্লিতে বিতর্কিত ‘টাইমড আউট’ ঘটনার ম্যাচে শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের প্রথম আটে থাকায় নিশ্চিত হয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা।

এরপর সাকিব অনিয়মিত হয়ে পড়েন আন্তর্জাতিক ক্রিকেটে। বাংলাদেশের তিন সংস্করণে অধিনায়ক হন নাজমুল হোসেন শান্ত। ক’দিন আগে জানান অধিনায়কত্ব করতে ইচ্ছুক নন তিনি। শারজায় চোটে পড়ায় তৃতীয় ম্যাচে ছিটকে গেলে নেতৃত্বে আসেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের ধারাবাহিক ব্যাটিং-ব্যর্থতা সামনে চলে আসে। ব্যাটিং বিপর্যয় নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে চোখ রাঙায় নেদারল্যান্ডস-নেপালও। চ্যাম্পিয়নস ট্রফির আগে র‌্যাংকিংয়ের অবনমন দলকে বাড়তি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দেশের ক্রিকেট বোদ্ধাদের মতে, উত্তরণে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটি ম্যাচে মনোযোগ ধরে রাখা জরুরি। শক্তিশালী হয়ে ফিরে আসার পথ খুঁজতে হবে। নতুন ক্রিকেটার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করে একটি নির্দিষ্ট গ্রুপ নিয়েই চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত এগিয়ে যেতে হবে। পেসাররা ভালো ফর্মে; কিন্তু সমস্যা স্পিনে। মাঝপথে এসে ডিফেন্সিভ বোলিং হচ্ছে। আক্রমণাত্মক স্পিন বোলিং প্রয়োজন। একসময় সাতে ছিলাম, সেখান থেকে এগোতে পারিনি।

 


আক্রমণাত্মক স্পিন প্রয়োজন

হাবিবুল বাশার সুমন
সাবেক অধিনায়ক
নতুন ক্রিকেটার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করে একটি নির্দিষ্ট গ্রুপ নিয়েই চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত এগিয়ে যেতে হবে। আমাদের পেস ইউনিট ভালো ফর্মে আছে, কিন্তু সমস্যা স্পিন বিভাগে। শুরুতে আমরা আক্রমণাত্মক থাকলেও মাঝপথে এসে ডিফেন্সিভ বোলিংয়ে যাচ্ছি। আক্রমণাত্মক স্পিন বোলিং প্রয়োজন। র‌্যাংকিংয়ে পতন হয়েছে। সেটা মূল সমস্যা নয়। সেখান থেকে এগোতে পারিনি- সেটাই ছিল সমস্যা।

 

সমস্যাগুলো চিহ্নিত করতে হবে

খালেদ মাসুদ পাইলট
সাবেক অধিনায়ক
বাংলাদেশের ওয়ানডে র‌্যাংকিংয়ের অবনমন হতাশাজনক। সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। আমাদের উন্নতি দরকার। বিশেষ করে ব্যাটিং ধারাবাহিকতা ও ফিনিশিংয়ে। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটি ম্যাচে মনোযোগ ধরে রাখা জরুরি। র‌্যাংকিংয়ের অবনমন একটি শিক্ষা। শক্তিশালী হয়ে ফিরতে হবে। চ্যাম্পিয়নস ট্রফি সামনে। আর এই সিরিজের অভিজ্ঞতা থেকে শিখে আমরা আরও প্রস্তুত হয়ে সেখানে যেন অংশ নিতে পারি।

 

চাপকে জয় করতে হবে

মোহাম্মদ আশরাফুল
সাবেক অধিনায়ক
আন্তর্জাতিক ক্রিকেটে ছোট দল বড় দলকে হারাবে, আবার বড় দলও ছোট দলকে হারাবে। এটাই স্বাভাবিক নিয়ম, অসম্মানের কিছু নেই। বর্তমান সময়ে দল কিছুটা চাপের মধ্যে থাকলেও দলের ক্রিকেটাররা নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে মনোযোগী হচ্ছে। বিশেষ করে চ্যাম্পিয়নস ট্রফির আগে র‌্যাংকিংয়ে অবনমন দলকে বাড়তি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এটা জয় করতে পারলে আমাদের অবস্থান আগের জায়গায় ফিরবে।

 


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল