০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

মিঠুনের সেঞ্চুরিতে ড্র

-

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে দু’টি ম্যাচই ড্র হয়েছে। সিলেটের বিপক্ষে খুলনার হয়ে সেঞ্চুরি করেছেন মিঠুন। অন্য ম্যাচে বল হাতে ৬ উইকেট নিয়েছেন ঢাকার পেসার এনামুল হক। চার ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে মোট ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিলেট। চার ম্যাচে এক জয় ও তিন ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে চারে খুলনা। এক ড্র দুই জয়ে মোট ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ঢাকা মেট্রো। সমান ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে ঢাকা।
কক্সবাজার অ্যাকাডেমি মাঠে সিলেট ও খুলনার ম্যাচটি ড্র হয়েছে। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে খুলনা। মিঠুনের সেঞ্চুরি ছাড়াও ফিফটি করেছেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস ও নুরুল হাসান সোহান। সিলেটের ৭ উইকেটে ৪৯৬ রানের জবাবে প্রথম ইনিংসে ২৭৩ রানে গুটিয়ে যায় খুলনা। তাই তাদের আবার ব্যাটিংয়ে নামায় সিলেট। দ্বিতীয়বার মাত্র ৩ উইকেটে হারিয়ে ২৯৬ রান করে ফেলে খুলনা। সাতটি চারের সাথে সাতটি ছক্কা মেরে ১০৮ বলে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি করেন মিঠুন।

মেট্রো-ঢাকা ম্যাচ নাটকীয় ড্র
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে শেষ দিকে জমে উঠে ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগের লড়াই। মেট্রোর বোলিং সামলে ব্যাটিং দৃঢ়তা ও প্রকৃতির সহায়তায় পরাজয় এড়িয়ে ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ঢাকা। জয়ের জন্য শেষ দিন ৫৭ ওভারে ২৫৭ রানের লক্ষ্য পায় ঢাকা। ৪৩ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করার পর আলো স্বল্পতায় আর খেলা সম্ভব হয়নি। তাই জয়ের সম্ভাবনা জাগিয়েও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ঢাকা মেট্রোর। চার ম্যাচে মেট্রোর এটি প্রথম ড্র। এনামুল ৮১ রান খরচায় নেন ৬ উইকেট। এ নিয়ে দ্বিতীয় ৫ উইকেট নিলেন তিনি। ম্যাচ সেরাও তিনি।

 


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল