১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দিপুর সেঞ্চুরি আশরাফুলের ৬ উইকেট

-

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের প্রথম তিন রাউন্ডে পাঁচ ইনিংসের তিনটিতেই শূন্য রানে ফেরা শাহাদাত হোসেন এবার নিজেকে মেলে ধরলেন। ব্যর্থতা ঝেড়ে উপহার দিলেন চমৎকার এক সেঞ্চুরি। ইয়াসির আলী চৌধুরী রাব্বির ৯৯ রানে প্রথম ইনিংসে ৩১৮ রানে অলআউট হয় চট্টগ্রাম। পরে দুর্দান্ত বোলিংয়ে ছয় উইকেট নিয়ে বরিশালকে গুঁড়িয়ে দিলেন আশরাফুল হাসান। অল্প রানের লক্ষ্যে বড় জয় তুলে নিলো চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৭ রানে অলআউট হয় বরিশাল। চলতি জাতীয় লিগে চট্টগ্রামের এটি তাদের প্রথম জয়।
বাংলাদেশ দল থেকে বাদ পড়ার পর জাতীয় লিগেও রান পাচ্ছিলেন না শাহাদাত। অবশেষে জ্বলে উঠলেন, খেললেন ১০ চারে ১১৬ রানের ইনিংস। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার দ্বিতীয় শতক।
অল্পের জন্য তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পাননি ইয়াসির আলি চৌধুরী। চার ছক্কা সাত চারে ৯৯ রান করেন তিনি। তাদের নৈপুণ্যে প্রথম ইনিংসে ৩১৮ রান করে চট্টগ্রাম। পাঁচ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামা বরিশালের ব্যাটিং একাই ধসিয়ে দেন আশরাফুল। দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষকে স্রেফ ৭৭ রানে গুটিয়ে, ৮৩ রানের লক্ষ্য অনায়াসে পৌঁছে যায় চট্টগ্রাম।
প্রথম শ্রেণীর ক্রিকেটে তৃতীয় ম্যাচ খেলতে নামা আশরাফুল স্রেফ ২২ রান দিয়ে ছয় উইকেট ঝুলিতে পুরেন। এই সংস্করণে প্রথমবার তিনি পেলেন ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ। প্রথম ইনিংসে তার শিকার ছিল চারটি। মোট ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতেন।
ইফতেখার হোসেনকে দিয়ে শুরু করেন আশরাফুল। এরপর সালমান হোসেন, তাসামুল হক, ফজলে মাহমুদ ও তানভির ইসলামকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন ১৯ বছর বয়সী ক্রিকেটার।

 


আরো সংবাদ



premium cement
সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে দেশে কোরআনের আইন চালুর বিকল্প নেই : মুজিবুর সিংগাইরে চাঁদাবাজির মামলায় ২ সংবাদকর্মী জেলহাজতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘জুটমিল বন্ধ করে শেখ হাসিনা শিল্পাঞ্চলকে ধ্বংসস্তুপে পরিণত করেছেন’ দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব : ডা. শফিকুর রহমান পলকের গামছা বাঁধা মুখের ছবি তুলতে বাধা পুলিশের 'মীর কাশেম আলী সিঙ্গাপুরের মতো উন্নত দেশ গড়ার কাজ করেছিলেন' সোনার দাম আবারো কমলো ‘সিলেটে অবিলম্বে তুরাব হত্যাকারীদের গ্রেফতারের দাবি’ জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু অস্ট্রেলিয়ার গাজীপুরে ২ পোশাককারখানায় ২০০ শ্রমিককে পুনর্বহাল

সকল