১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিমন্সের দর্শন মানবেন সালাহউদ্দিন

-


বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। তার মূল কাজ হবে বিদেশী কোচদের সাথে ক্রিকেটারদের যোগাযোগের পথ মসৃণ করা। যাতে করে ক্রিকেটাররা আরো ভালোভাবে নিজেদের সমস্যা কাটিয়ে উঠতে পারেন। প্রধান কোচ ফিল সিমন্সের দর্শন মেনেই কাজ করতে চান সালাহউদ্দিন। সেই সাথে ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যের বিষয়টিকেও গুরুত্ব দিতে চান। ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতেও কাজ করবেন।
ঘরোয়া ক্রিকেটে কাজ করার সুবাদে বাংলাদেশের ক্রিকেটারদের বেশ ভালোভাবেই চেনেন সালাহউদ্দিন। ক্রিকেটাররাও তার সাথে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে মুখিয়ে আছেন তিনি। ‘যেহেতু আমি সহকারী কোচ, প্রধান কোচ কিভাবে টিমটা চালাচ্ছে, তাকে সাহায্য করাই কাজ। এর সাথে খেলোয়াড়দের যতটুকু সাহায্য করা। আগেরবারের চেয়ে আমার ভূমিকাটা হয়তো ভিন্ন হবে। চেষ্টা করব ছেলেরা যেন আরেকটু আত্মবিশ্বাসী হয়। বিদেশী কোচদের সাথে তাদের যোগাযোগটা যেন আরেকটু ভালো হয়। জানান মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে সেটার প্রতিদান দেয়া নৈতিক দায়িত্ব হয়ে গেছে।’

তাড়াতাড়ি হিরো কিংবা ভিলেন বানানোর দরকার নেই
গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ‘পারফেক্ট’ ফিনিশারের ভূমিকা পালন করেছিলেন জাকের আলী অনিক। তার পরও শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে সুযোগ হয়নি। তাতে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। বলেছিলেন, ‘জাকেরের চেহারা খানিকটা কালো হওয়ায় বোর্ড তাকে দেখে না।’ এমন মন্তব্যের ক’দিন পরই আলিস আল ইসলামের চোটে জাতীয় দলের দরজা খুলে জাকেরের। সিলেটে নিজের অভিষেক ম্যাচেই খেলেছিলেন ৬৮ রানের ইনিংস। এরপর এখন পর্যন্ত আট ম্যাচে জাকেরের ইনিংস শেষ হয়েছে দুই অঙ্ক ছোঁয়ার আগেই। এমন অধারাবাহিকতার জাকেরের সমালোচনার সাথে সমর্থকরা সালাহউদ্দিনকেও টেনে এনেছেন।

দু’দিন আগে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অভিষেকে অপরাজিত ৩৭ রান করেছেন জাকের। একই ম্যাচে বছরখানেক পর দলে ফেরা নাসুম ব্যাটিংয়ে ২৫ রান করার পাশাপাশি নিয়েছেন তিনটি উইকেটও। এমন পারফরম্যান্সের পর সালাহউদ্দিনের কাছে তাদের পারফরম্যান্স নিয়ে জানতে চাইলে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ অনুরোধ করেন, ‘আপনারা কাউকে তাড়াতাড়ি হিরো বানাবেন না, আবার তাড়াতাড়ি ভিলেনও না। একটা ছেলে যখন দলে আসে অনেক স্ট্রাগল এবং পারফর্ম করেই আসে। আন্তর্জাতিক ক্রিকেটে অনেকে এসেই সফল হয় আবার কারো সময় লাগে। তখন আপনারা হিরো বানিয়ে দেন, তারপরে দুই ম্যাচে রান না করলেই আবার ভিলেন বানিয়ে ফেলেন। তারা অনেক সময় মিডিয়ার চাপ সামলাতে পারে না।’

 


আরো সংবাদ



premium cement
রূপগঞ্জে ফতুল্লা ব্যবসায়ীর ৭ টুকরো লাশটির পরিচয় শনাক্ত কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ : হাইকোর্টের রায় হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র-অর্ধগলিত লাশ উদ্ধার জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা খুলনায় স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার সিলেটে দোকানে রেফ্রিজারেটর বিস্ফোরণে দগ্ধ ৭ আন্দোলনকারীদের স্বপ্ন বাস্তবায়নের দাবি আহত স্বাধীনের চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট চলছে লেবাননের আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা, ৬ ইসরাইলি সৈন্য নিহত

সকল