১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১০ ইনিংস পর শান্তর ফিফটি

আফগানিস্তানের বিপক্ষে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি করার পথে শট খেলছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত : আফগানিস্তান ক্রিকেট -


সৌম্য সরকার আউট হয়েছিলেন আম্পায়ারের সিদ্ধান্তে চ্যালেঞ্জ না করে। নাজমুল হোসেন শান্ত নিজের বেলায় সেই ভুলটা করলেন না। গাজানফার নিজের নতুন স্পেলে এসেই শান্তকে ফেলেছিলেন লেগ বিফোরের ফাঁদে। তাতে সায় দিয়েছিলেন আম্পায়ারও। তবে শান্ত রিভিউ নেয়ার পর হক-আইয়ে দেখা গেল বল সুইং করে বেরিয়ে যাচ্ছে লেগ স্ট্যাম্পের বাইরে। শান্ত বেঁচে গিয়েছেন সেই সুবাদে।
এর পরের ওভারেই রশিদ খান ওয়াইড বল করে মেহেদী মিরাজের সাথে শান্তর জুটিকে নিয়ে গেলেন পঞ্চাশ রানের ল্যান্ডমার্কে। দ্বিতীয় উইকেটে শান্ত-সৌম্যর ৭১ রানের পর তৃতীয় উইকেটেও পঞ্চাশ রানের জুটি পেল বাংলাদেশ। কিন্তু সেটার পরেই আবার আঘাত। এবারে রশিদের দারুণ সুইংয়ে আউট মিরাজ। ৩৩ বলে ২২ রান তার। দলীয় রান যখন ১৫২, বাংলাদেশ হারাল তৃতীয় উইকেট। এ জুটির পথেই ওয়ানডে ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নেন শান্ত। যদিও খেলেছেন বেশ ধীরগতিতে। ৭৫ বলে ৪ টি চার ও এক ছক্কায় হাফ সেঞ্চুরি করেন তিনি। ভারতের বিপক্ষে চেন্নাইয়ে ৮২ রান করার ১০ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছন শান্ত।

ফিফটি করার পর সেভাবে উদ্যাপনই করলেন না নাজমুল হোসেন শান্ত। ধারাভাষ্যকার বললেন, ‘খুবই দৃঢ়প্রতিজ্ঞ মনে হচ্ছে তাকে দেখে, বড় কিছু করতে চান তিনি।’ তার ব্যাটিংয়েও ছিল সেই ছাপ। বেশ গতিময়তায় শুরুর পর নিজেকে অনেকটাই দমিয়ে রেখে লম্বা ইনিংস খেলায় মনোযোগ দেন বাংলাদেশ অধিনায়ক। শেষ পর্যন্ত যদিও ইনিংসটিকে পূর্ণতা দিতে পারেননি। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শারজাহতে ১১৯ বলে ৭৬ রান করেন শান্ত।
সিরিজের প্রথম ম্যাচে হারের পর তিনি বলেছিলেন, ‘আমার মনে হয়, আমার উইকেটই আজকের ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।’ সেই দায় ঘোঁচাতে এবার দায়িত্ব নিয়ে খেলেছিলেন। কিন্তু ছক্কার চেষ্টায় যখন আউট হয়ে গেলেন, তখনও প্রায় ১০ ওভার বাকি ইনিংসের। তার ইনিংসটাকে পরিষ্কার দু’টি ভাগে ভাগ করা যায়। প্রথম ৩০ রান করেন ৩৫ বলে। বাউন্ডারি তখন তিনটি, ছক্কা একটি। পরের ৪৬ রান আসে ৮৪ বলে। রান-বলের সমীকরণ যেমনটি বলছে, তার ব্যাটিংয়ের ধরনও ছিল তেমনই।


আরো সংবাদ



premium cement
এলএনজি টার্মিনালের দরপত্র প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পেট্রোবাংলা! জোড়া শতকে কিউইদের বিপক্ষে বড় জয় শ্রীলঙ্কার গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড

সকল