সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার বাফুফের
- ক্রীড়া প্রতিবেদক
- ১০ নভেম্বর ২০২৪, ০২:১৬
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভা কি আগে কখনো নির্দিষ্ট সময়ে শুরু হতে পেরেছিল। গতকাল কিন্তু ফেডারেশনের নতুন কমিটির এই সভা ঘোষিত সকাল সাড়ে ১০টাতেই শুরু হয়। প্রথম এই সভাকে ঘিরে আগ্রহ ছিল সবারই। বিশেষ করে কে কোন কমিটির দায়িত্ব পায়। সাথে টানা দ্বিতীয়বারের মতো সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে কত টাকা অর্থ পুরস্কার দেয় বাফুফে। শেষ পর্যন্ত চমকেরই জন্ম দিয়েছে তাবিথ আওয়ালের নেতৃত্বাধীন নতুন কমিটি। বাফুফের সভায় এবারের সাফ ফুটবলের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই এই অর্থ সাবিনাদের হাতে তুলে দেয়া হবে। সভার শেষে এই তথ্য দেন মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া আমিরুল ইসলাম বাবু।
এবারের নির্বাচনে ১৫তম সদস্য এখনো নির্বাচিত হয়নি। এই একটি পদের জন্য টাই হয়েছে এখলাছ উদ্দিন এবং সাইফুর রহমান মনির মধ্যে। তাই ৩০ নভেম্বর বাফুফের এই সদস্য পদের জন্য ভোট অনুষ্ঠিত হবে। বাফুফে ভবনেই হবে নির্বাচন। গতকালের এই সভায় তিনজন সদস্য উপস্থিত ছিলেন না। একজন হলেন সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। এ ছাড়া সদস্য মাহিউদ্দিন সেলিম এবং ইমতিয়াজ হামিদ সবুজও অনুপস্থিত ছিলেন সভায়।
সভায় বেশ কয়েকটি কমিটির চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তাবিথ আওয়াল। তিনি থাকছেন চার বছরের জন্য। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যানও তাবিথ আওয়াল। ইমার্জেন্সি কমিটির চেয়ারম্যানও তাবিথ। অন্য কমিটিগুলোর চেয়ারম্যানরা এক বছরের জন্য। এক বছর পর পূর্ণ মূল্যায়ন করা হবে তাদের পারফরম্যান্স। বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান হিসেবে বহাল আছেন মাহফুজা আক্তার কিরণ। পেশাদারি লীগ কমিটিতে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী। মহানগরী লিগ কমিটির চেয়ারম্যান পদে সাব্বির আহমেদ আরেফ এবং মার্কেটিং কমিটির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে ফাহাদ মোহাম্মদ আহমেদ করিমকে। স্কুল কমিটির চেয়ারম্যান হিসেবে দু’জনকে দায়িত্ব দেয়া হয়েছে। ৩২টি জেলার জন্য গোলাম গাউস এবং অপর ৩২টি জেলার জন্য বিজন বড়ুয়া এই চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।
বাফুফের আরেক সহসভাপতি ওয়াহেদউদ্দিন চৌধুরী হ্যাপিকে দেয়া হয়েছে ইন্টারন্যাল অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। হ্যাপি একই সাথে গভমেন্ট রিলেশন কমিটির চেয়ারম্যানের দায়িত্বও দেয়া হয়েছে।
বাফুফের টেকনিক্যাল কমিটির প্রধান হয়েছেন কামরুল হাসান হিলটন। জেলা ফুটবল লিগ কমিটির প্রধানের দায়িত্ব সদস্য ইকবাল হোসেন। অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল এবং অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলের জন্য যথাক্রমে দায়িত্ব দেয়া হয়েছে মঞ্জুরুল করিম ও ছাইদ হাছান কাননকে। পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান হয়েছেন বাফুফের সদস্য টিপু সুলতান। বিচ সকার কমিটির প্রধান হয়েছেন বাফুফের নির্বাচনে সদস্য পদে হেরে যাওয়া ফর্টিস এফসির সভাপতি শাহীন হাসানকে। এ ছাড়া ইন্টার সিটি স্কুল টুর্নামেন্ট কমিটির দায়িত্বে সারতাজ ভূঁইয়া। ডিএফএ মনিটরিং কমিটির প্রধান এ বি এম মঞ্জুরুল আলম দুলাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা