০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

‘ঘুমন্ত দৈত্য’কে জাগিয়ে দিয়েছে নিউজিল্যান্ড

-

সদ্য শেষ হওয়া তিন টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে ঘরের মাঠে এমন পরাজয়ে দেশটির ক্রিকেটাঙ্গনে গেল গেল রব পড়ে গেছে। নিউজিল্যান্ডের কাছে সিরিজ পরাজয়ের পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলবে ভারত। ১০ নভেম্বর অস্ট্রেলিয়া যাবে ভারতীয় দল। ২২ নভেম্বর পার্থে শুরু হবে ব্লকবাস্টার পাঁচ টেস্টের সিরিজের প্রথমটি। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রয়েছে গোলাপি বলের একটি দিন-রাতের ম্যাচও। এর আগে কিইউদের বিপক্ষে সিরিজ হেরে আত্মবিশ্বাসে হয়তো ধাক্কাও খেয়েছে ভারত।
মুম্বাইয়ে ২৫ রানের রোমাঞ্চকর জয়ের পর নিউজিল্যান্ডই প্রথম দল, যারা ভারতের মাটিতে তাদেরকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে। ২০১৪ সালের পর এটি মাত্র দ্বিতীয়বার ভারত টানা তিনটি টেস্ট হেরেছে। তবে নিউজিল্যান্ডের কাছে ভারতের এই হারকে অস্ট্রেলিয়ার জন্য সতর্কবার্তা হিসেবে দেখছেন জশ হ্যাজেলউড। অসি এই তারকা পেসার মনে করেন, ভারতকে হারিয়ে ‘ঘুমন্ত দৈত্য’কে জাগিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডে গত পরশু হ্যাজেলউড বলেন, ‘এই সিরিজ হার হয়তো ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে দিয়েছে। ওরা (ভারত) এলে বুঝতে পারব কী পরিস্থিতি।’

 


আরো সংবাদ



premium cement