০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড উইন্ডিজদের বিপক্ষে খেলবে জ্যোতিরা

-

বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য দারুণ সুখবর। প্রথমবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। ২০২২-২৫ চক্রের মতো এই চক্রেও ৮টি ওয়ানডে সিরিজে খেলবেন তারা। প্রত্যেক সিরিজেই থাকবে তিনটি করে ওয়ানডে। অর্থাৎ ২০২৫-২৯ চক্রেও আট সিরিজে ২৪টি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ নিজেদের মাঠে ওয়ানডে সিরিজে আতিথেয়তা দেবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে। সফর করবে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তান।। চলতি চক্রে বাংলাদেশ দল ওয়ানডে ও টি-২০ মিলিয়ে ৬৯টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। আগামী পর্বেও এ রকমই ম্যাচ খেলতে পারে।
গতকাল মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) প্রকাশ করেছে আইসিসি। ২০২৫-২০২৯ চক্রে ৪০০-এর বেশি ম্যাচ খেলবে দলগুলো। এর মধ্যে আছে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ টি-২০ বিশ্বকাপ, প্রথমবারের মতো ২০২৭ সালে হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৮ টি-২০ বিশ্বকাপ।

 

 


আরো সংবাদ



premium cement