জয়ের সুবাস পেয়েও পাকিস্তানের হার
- ক্রীড়া ডেস্ক
- ০৫ নভেম্বর ২০২৪, ০৩:০৬
টেনেটুনে অস্ট্রেলিয়াকে ছোট লক্ষ্য দিলো পাকিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে প্রায় হারতে হারতে ঘাম ঝরিয়ে জিতল অসিরা। কম রানের ম্যাচকে ম্যাড়ম্যাড়া হতে দিলেন না ৩ উইকেট নেয়া হারিস রউফ। হঠাৎ এক ঝড়ে পাকিস্তানের ২০৩ রানকে কঠিন লক্ষ্য বানিয়ে দিলেন এই পেসার। পরে রোমাঞ্চ ছড়ানো ম্যাচ ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে নিজেদের করে নিলেন প্যাট কামিন্স। অধিনায়কের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। মেলবোর্নে সহজ জয়ের দিকেই ছুটছিল অস্ট্রেলিয়া। তবে ৩ উইকেটে ১৩৯ রান থেকে হঠাৎ ৬ উইকেটে ১৩৯। অধিনায়ক প্যাট কামিন্স যখন ব্যাটিংয়ে নামেন, অস্ট্রেলিয়ার রান তখন ৭ উইকেটে ১৫৫। তার ৩১ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৪৪ রান করেন রিজওয়ান। এছাড়া নাসিম শাহর ব্যাট থেকে আসে ৪০ রান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা