০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

দীর্ঘমেয়াদি ট্রেনিংয়েই সাফে সাফল্য

দীর্ঘমেয়াদি ট্রেনিংয়েই সাফে সাফল্য -

এক দিকে নারী সাফে অংশ নেয়া বাংলাদেশ দলের কোচ-খেলোয়াড়ের দ্বন্দ্ব। অন্য দিকে ২৬ অক্টোবরের নির্বাচনে তাকে হারিয়ে দেয়ার নানা ষড়যন্ত্র। বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন এই দুই সঙ্কট সফলভাবে উতরিয়েছেন। নিজে যেমন বাফুফের নির্বাচনে সদস্য পদে জিতেছেন, তেমনি তার হস্তক্ষেপে কোচ পিটার বাটলার এবং ফুটবলারদের দ্বন্দ্বের অবসান। ফলে অতি দুর্বল পাকিস্তানের সাথে ড্র এর পরও সাবিনা খাতুনরা একে একে ভারত, ভুটান ও নেপালকে হারিয়ে সাফ শিরোপা ধরে। এই টানা সাফল্যের জন্য নারী দলের দীর্ঘ মেয়াদি ট্রেনিংয়ের কথাই উল্লেখ করলেন কিরন। বাফুফের নির্বাচনের পরদিন সকালেই এএফসির অ্যাওয়ার্ড নাইটে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যান কিরন। পরশু রাতে ঢাকায় এসে গতকালই তার বাফুফে ভবনে আসা। এএফসি সদস্য কিরন জানান, ‘আমি বাফুফের নির্বাচনের দিন কাউন্সিলরদের কাছে ভোট চাওয়া বন্ধ রেখে কোচ ও খেলোয়াড়দের দ্বন্দ্ব মেটাতে তিন ঘণ্টা ভিডিও কনফারেন্স করেছি। এতে সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়রদের খেলানো নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিলÑ সেটির অবসান হয়েছে।’
‘বাফুফের কাউন্সিলরদের ধন্যবাদ দিয়ে কিরন বলেন, ‘যোগ্যতার কারণেই তারা আমাকে পাস করিয়েছেন।’ এরপর বলেন, ‘কাজী সালাহউদ্দিন বাফুফের সভাপতি ছিলেন বলেই মহিলা ফুটবলে এই টানা অর্জন। এখন নতুন যে সভাপতি তাবিথ আওয়াল তিনিও আমাদের পাশে থাকবেন।’ কিরনের মতে, বৈশ্বয়িক অবস্থা ও বিভিন্ন দেশে চলা যুদ্ধের কারণে আমরা সাফে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। এর পরও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে লংটার্ম অনুশীলনে থাকার কারণে। এটা ম্যাচ খেলার চেয়েও কম গুরুত্বপূর্ণ নয়। সে সাথে নারী দলকে শিরোপা এনে দেয়া কোচ বাটলারকেও রেখে দেয়ার পক্ষে আমি।
সাফের গণ্ডি পেরিয়ে এখন সাবিনাদের এশিয়ান লেভেলে ভালো করার দাবি। এ জন্য কিরন বছরে শক্তিশালী দলের বিপক্ষে পাঁচ-ছয়টি ফিফা প্রীতিম্যাচ চান। সে সাথে ফুটবল উন্নয়নে সরকারের সহায়তাও চেয়েছেন। পাশাপাশি সরকারকে ধন্যবাদ দেন এবারের চ্যাম্পিয়নদের সংবর্ধ্বনা ও আর্থিক পুরস্কার দেয়ার জন্য। সাবেক এই ফিফা সদস্যের মতে, এশিয়ার টপ টিমের সাথে ভালো করলেই আমাদের মেয়েদের ইউরোপে খেলার রাস্তা তৈরি হবে।


আরো সংবাদ



premium cement