০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

সাবিনারা কেন প্লট পাবেন না

এবারের সাফ ট্রফি হাতে সাবিনা খাতুন -


২০০৩ সালের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ঢাকায় অনুষ্ঠিত সেই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। প্রথমবারের মতো সাফের এই ট্রফি জয়ের পর জর্জ কোটান বাহিনীর পুরো সদস্যদের একটি করে প্লট দেয়া হয় পূর্বাচলে। যে প্লটগুলো বর্তমান দাম এখন কোটি টাকার উপরে। বাংলাদেশ পুরুষ ফুটবল দল এই একটি বারই সাফে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ২০০৫ সালে তাদের সর্বশেষ ফাইনালে খেলা। সেখানে বাংলাদেশ মহিলা ফুটবল দল টানা দুইবারের সাফ চ্যাম্পিয়ন। দু’টি ট্রফিই নেপালের মাঠ থেকে নেপালকে হারিয়ে। তবে এই বিশাল অর্জনের পরও সাবিনা খাতুনদের ভাগ্যে জোটেনি কোনো প্লট। পেয়েছে শুধু আর্থিক পুরস্কারই। সেটাও গত সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর সব মিলিয়ে একেক জনের ৮-৯ লাখ টাকা হবে। এবার এখন পর্যন্ত যুব ক্রীড়া উপদেষ্টা এক কোটি টাকা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০ লাখ টাকা দেয়ার ঘোষণা দেয়। কিন্তু পুরুষ ফুটবল দল যদি ঘরের মাঠে একটি সাফ জিতে পূর্বাচলের মতো দামি জায়গার প্লট পেতে পারে তাহলে অ্যাওয়ে মাঠে টানা দুই সাফ জেতা মহিলা দল কেন সরকারি প্লট পাবে না।
এই জমি বা ফ্ল্যাটের দাবি এখন মহিলা দলের খেলোয়াড়দের মুখেও। গতকাল বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুনের মুখেও এই জমি বা ফ্ল্যাট পাওয়া প্রসঙ্গ। এই স্ট্রাইকারের মতে, মহিলা ফুটবলে যারাই আসে তারা গ্রামের নিতান্তই গরিব পরিবার থেকে আসা। তাদের পরিবাররা ঢাকায় এলে সত্যি কথা বলতে তাদের থাকার কোনো জায়গা থাকে না। প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আমি/আমরা সবার জন্য জায়গা চাইব। জমি বা ফ্ল্যাট যাই হোক না কেন- যেটিই পাই, সেটিই হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বড় উপহার।

মহিলা দলের জন্য সরকারি প্লট দেয়ার দাবি ২০০৩ সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য এবং বর্তমানে মোহামেডানের কোচ আলফাজ আহমেদের। তার মতে, ‘ আমরা কিন্তু সাফে জিতে বিনা পয়সায় পূর্বাচলে প্লট পাইনি। এটা সত্য লটারি ছাড়াই প্লট পেয়েছি। তবে এ জন্য সাড়ে আট লাখ টাকা করে দিতে হয়েছিল। আমরা একটি সাফ জিতে এই প্লট কিনে নিয়েছি। এখন মহিলারা দু’টি সাফে চ্যাম্পিয়ন। তা-ও সেটি বিদেশের মাটিতে। তাই তাদের দু’টি করে প্লট দেয়া উচিত। সে সাথে এই প্লট দিতে হবে বিনা পয়সায়। কোনো টাকা যেন না লাগে।’
এখনো সাফ চ্যাম্পিয়নরা দেখা করার সুযোগ পাননি বাফুফের নতুন সভাপতি তাবিথ আওয়ালের সাথে। বিদেশে অবস্থান করছেন বাফুফে সভাপতি। এরই মধ্যে তাবিথ মহিলা দলকে অভিনন্দন জানিয়ে আগামীতেও এই সাফল্য ধরে রাখতে বলেছেন। তার কাছে সাবিনার চাওয়া, বাফুফে যেন তাদের চাহিদাগুলো পূরণ করে। বেতন নিয়মিত করে। লিগ এবং আন্তর্জাতিক ম্যাচ যেন নিয়মিত হয়।
দুই সাফ জেতা সাবিনা এখন আর সাফে আটকা থাকতে চান না। জানান, আমরা আর এই সাফে পড়ে থাকতে চাই না। এখন আমাদের এশিয়ান লেভেলে ভালো করতে হবে।


আরো সংবাদ



premium cement
আরাকান আর্মির ‘অন্তর্ভুক্তিমূলক প্রশাসন’ রোহিঙ্গাদের বিভক্ত করছে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে : ডা: শফিকুর রহমান ইউনূস হতে পারেন নতুন বাংলাদেশের স্থপতি নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা আবুধাবি এয়ারপোর্টে মাদকসহ ধরা পড়ছে অনেক বাংলাদেশী জয়ী হলে স্বাস্থ্যসেবা আইন বাতিল করবেন ট্রাম্প : সতর্কতা কমলার কিলার বাদল ও কাইল্যা সুমনের ইশারায় চলে অপরাধ জগৎ আমরা অবশ্যই মাতৃভূমিকে রক্ষা করব : নাহিদ বাজারে আসছে শীতকালীন সবজি, ফিরছে স্বস্তি দেশে রক্তনালীর রোগী আছে ৩ লাখ সার্জন মাত্র ৬০ জন শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : তাজউদ্দীন কন্যা

সকল