ফিক্সিংয়ে নিষিদ্ধ হতে পারেন পাকেতা
- ক্রীড়া ডেস্ক
- ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
লুকাস পাকেতাকে স্পট ফিক্সিংয়ের দায়ে তলব করেছে ব্রাজিলের সংসদীয় কমিশন। এতে ব্রাজিলের এই অ্যাটাকিং মিডফিল্ডার আগামী ডিসেম্বরে ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যাম ইউনাইটেডের হয়ে বড় ম্যাচ মিস করতে পারেনি।
পাকেতার বিরুদ্ধে চলতি বছরের শুরুতে স্পট ফিক্সিংয়ে চারটি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এনে তদন্ত শুরু করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ব্রাজিলেও। বেটিং বাজারকে প্রভাবিত করতে ইচ্ছে করে কার্ড দেখার অভিযোগ রয়েছে পাকেতার বিরুদ্ধে। এ নিয়ে আগামী মার্চে তাকে নিয়ে শুনানিতে বসবে এফএ। ইংলিশ ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, ২০২২ সালের ১২ নভেম্বর লেস্টার সিটি, ২০২৩ সালের ১২ মার্চ অ্যাস্টন ভিলা, ২১ মে লিডস ইউনাইটেড ও ১২ আগস্ট বোর্নমাউথের সাথে ওয়েস্টহ্যামের ম্যাচে ইচ্ছে করে কার্ড দেখেছেন পাকেতা।
যদিও পাকেতা এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তদন্তে সহায়তা করছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা