ম্যান ইউর নতুন কোচ আমোরি
- ক্রীড়া ডেস্ক
- ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
এরিক টেন হাগকে বরখাস্ত করার পর নতুন কোচ নিয়োগ দিতে বেশি সময় নেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। পর্তুগিজ কোচ রুমিন আমোরিকে ডাগ আউট সামলানোর দায়িত্ব দিয়েছে ম্যান ইউ। গতকাল লিসবন স্পোর্টিং ক্লাবের দায়িত্বে থাকা এই কোচকে আগামী ২০২৭ সালের জুন পর্যন্ত নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি। ক্লাবটি তাদের একটি বিবৃতিতে জানায়, রুবেন ইউরোপিয়ান ফুটবলে অন্যতম একজন চমৎকার এবং অত্যন্ত গ্রহণযোগ্য তরুণ কোচ। আগামী ২৪ নভেম্বর প্রিমিয়ার লিগে ইপসুইচের বিপক্ষে ম্যাচ দিয়ে রেড ডেভিলদের হয়ে কোচিংয়ে অভিষেক হবে আমোরির। ২০১৩ সালে কিংবদন্তি স্যার এলেক্স ফার্গুসন ম্যান ইউ ছাড়ার পর ষষ্ঠ কোচ হিসেবে ওল ট্র্যাফোর্ডে পা দিলেন পর্তুগিজ এই কোচ। এর আগে ২০১৮ সালে ইংলিশ ক্লাবটিতে মরিনহোর কোচিং স্টাফের সদস্য ছিলেন আমোরি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা