সাবিনার কাছে আগের মতোই অনুভূতি
- ক্রীড়া প্রতিবেদক
- ০১ নভেম্বর ২০২৪, ০০:০৫
আবার মহিলা সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। গত পরশু নেপালের দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখা সাবিনা খাতুনদের। প্রথম শিরোপা জয়ের সাথে দ্বিতীয়টির অনুভূতিতে একটু তফাৎ থাকে। কাল হজরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরেও অবশ্য উৎসুক জনগণের ভিড় বলে দিচ্ছিল তারা ফুটবলকে কতটুকু ভালোবাসে। সাবিনার কাছে দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জেতার অনুভূতিটা প্রথমবারের মতোই। বিমানবন্দরে মিডিয়া কর্মীদের সাথে কথা বলার সময় বাংলাদেশ অধিনায়ক বলেন, আমার কাছে অনুভূতিটা গতবারের মতোই। কারণ সেই গতবারের মতোই মানুষদের আগমন আমাদের বরণ করে নেয়ার জন্য। এতে বুঝা যায়, বাংলাদেশের মানুষ ফুটবলাকে কতটা ভালোবাসে।
সাবিনা এই সাফল্যের জন্য প্রথমে ধন্যবাদ দেন বাফুফের সদ্য সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিনকে। সাথে মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরনকে। এরপর নবনির্বাচিত সভাপতি তাবিথ আওয়াল ও বর্তমান কমিটির সদস্যদের ধন্যবাদ দেন। জানান সবার দোয়ায়ই এই সাফল্য। সাবিনা নিজেকে গর্বিত মনে করছেন দেশবাসীকে ফের ট্রফি এনে দিতে পেরে।
এবারের সাফ ফুটবলে সবচেয়ে আলোচিত ফুটবলার ছিলেন রিতু পর্না চাকমা। নিজে গোল করেছেন। অন্যদের দিয়ে গোল করিয়েছেন। ফাইনালে তার দর্শনীয় দূরপাল্লার শটেই জয়সূচক গোল পায় বাংলাদেশ। ফলে টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার গেছে এই লেফট উইংয়ের দখলে। মানে টুর্নামেন্ট সেরার ট্রফি। গতবারের মতো এবারো চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। সাফের জুনিয়র এবং সিনিয়র মিলে অনেকগুলো ট্রফি তার। তবে এখানেই তিনি থেমে থাকতে চান না। জানান, দোয়া করবেন আমরা যেন আরো ট্রফি এবং তা আরো ভালো ট্রফি দেশকে উপহার দিতে পারি।’ মিষ্টি হাসির জন্য বিখ্যাত রিতু যোগ করেন, আমরা খুবই আনন্দিত যে দেশবাসীকে ট্রফিটা উপহার দিতে পেরেছি।
সেরা গোলরক্ষক রুপনা চাকমা উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে সবার কাছে দোয়া চেয়ে বিদায় নেন।
এবারের সাফে বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলারের সাথে ফুটবলারের দূরত্বের বিষয়টি ছিল আলোচনায়। তিনি সিনিয়র ফুটবলারদের দেখতেই পারেন না। এমন অভিযোগ করেন ফুটবলার মনিকা চাকমা। পাকিস্তানের বিপক্ষে হাতাশাজনক ড্রয়ের পর এই বোমা ফাটান মিডফিল্ডারটি। এরপর অবশ্য একাদশে পরিবর্তন এনে টানা তিন ম্যাচ জিতে শিরোপা নিয়েই দেশে ফেরা মহিলা দলের।
দল এই শিরোপা ধরে রাখতে পেরেছে এতে দারুণ খুশি পিটার বাটলার। তিনি জানান, বাফুফের সাবেক সভাপতি সালাহউদ্দিন এবং মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন আমাকে মহিলা দলের দায়িত্ব দিয়ে ট্রফি ধরে রাখার মিশনের কথা বলে। শেষপর্যন্ত মেয়েরা সেই চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পেরেছে। এতে আমি খুবই উৎফুল্ল।
বাটলার যোগ করেন, গত এক সপ্তাহে মেয়েরা দারুণ ফুটবল খেলেছে। তাদের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য। তাদের প্রাণান্ত চেষ্টার ফলেই দ্বিতীয়বারের মতো এই ট্রফি জয়। এই অর্জনে আমি পুরো কৃতিত্বই দেবো খেলোয়াড়দের। তারা উন্নত ফুটবল খেলেই চ্যাম্পিয়ন হয়েছে। আমি এই দল নিয়ে সত্যিই গর্বিত। আমি আমার দায়িত্ব পালন করে এবং দেশকে ট্রফি এনে দিতে পেরে খুবই আনন্দিত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা