তিন দিন পেছাল বিপিএল
এবার ই-টিকিট- ক্রীড়া প্রতিবেদক
- ০১ নভেম্বর ২০২৪, ০০:০৫
বিপিএল ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর সম্ভাবনার কথা বলেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নতুন সূচি অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের এবারের মৌসুমের। সাত দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। পরশু বোর্ড সভা শেষে এমনটাই জানিয়েছেন ফারুক আহমেদ। তবে এখনো দলগুলোর সূচি প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড।
রাজনৈতিক পটপরিবর্তন ও নানা জটিলতায় বিপিএলের সবশেষ আসরে অংশগ্রহণ করা দলের মাঝ থেকে এবার নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মাঝে এবারো বিপিএলে খেলবে সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ১১ বছর পর ফিরেছে প্রথম দুই আসরে অংশ নেয়া চিটাগং কিংস। নতুন করে বিপিএলের সাথে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী।
বিসিবির দায়িত্ব নিয়েই সমর্থকদের বিপিএল টিকিটের ভোগান্তি কমানোর চেষ্টা করছেন ফারুক আহমেদ। বোর্ড সভা শেষে বিসিবি নিশ্চিত করেছে এবারের মৌসুমে অনলাইন টিকিট অর্থাৎ ই-টিকিট ব্যবস্থা চালু করতে যাচ্ছেন। তাতে ঘরে বসেই টিকিট ক্রয় করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা