৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

শান্তর অধিনায়কত্ব : তদন্তে ফারুক

-


সাউথ আফ্রিকা সিরিজ শেষে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। যদিও তার সাথে এখনো কথা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের। শান্তর এমন সিদ্ধান্তের পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করছেন ফারুক। শান্তর এমন চাওয়ার পেছনে কারণ খোঁজার জন্য দ্রুতই তার সাথে যোগাযোগ করবেন বিসিবি সভাপতি।
ফিল্ডিং সাজানো, বোলিং পরিবর্তন কিংবা ড্রেসিং রুমে সামলানো। অধিনায়কত্বের মৌলিক বিষয়গুলোতে বরাবরই পাশ মার্ক পেয়েছেন শান্ত। পাশাপাশি নিজের ব্যাটিং সামলানোটাও বড় দায়িত্ব। সেখানেই ব্যর্থ শান্ত। বাঁ হাতি ব্যাটারের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকভাবে রান করতে না পারা। সবশেষ কয়েক সিরিজে ধারাবাহিকতার ছিটেফোঁটাও দেখাতে পারেননি বাঁ হাতি এই ব্যাটার। তাতেই সমালোচনাটা প্রবল। নেতৃত্বের চাপ যে ব্যাটিংয়ে প্রভাব ফেলছে সেটা অনুমান করতে পারছেন শান্ত। যে কারণে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত। যদিও প্রকৃত কারণ অনুসন্ধান করতে চান ফারুক।

সভাপতির কথায়, ‘আমি জানি না শান্ত সাংবাদিকদের সাথে কথা বলেছে কি না। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হয়, এখন অনেক কিছু নিয়েই ক্রিকেটাররা আপসেট থাকে। কারণ তাদের পারফরম্যান্সের চিন্তা করতে হয়, যেকোনো সামাজিক মাধ্যমের খবর তাদের ওপর প্রভাব ফেলতে পারে। ক্রিকেটারদের তাই এসব ব্যাপারে সচেতন হওয়া দরকার। তারা কোনো কিছু ফিল করলে সেটা ক্রিকেট অপারেশন্স, সিইও কিংবা চেয়ারম্যান আছেন, সেখানে ক্রিকেটার তার মনের কথাটা বলতে পারেন।’
ফারুক স্পষ্ট করে বলে দিলেন, পত্রিকা দেখে কোনো সিদ্ধান্ত নয়। ‘কোনো ক্রিকেটার যদি মনে করেন যে তার দায়িত্ব চালিয়ে নিতে পারছে না। সেটি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। শান্তর ব্যাপারটা আমিও শুনেছি। কিন্তু এর পেছনে কোনো কারণ আছে কি না, কেন করতে চাচ্ছে না এগুলো খুঁজে বের করাটা খুব জরুরি। আমি ওগুলো নিয়ে শান্তর সাথে কথা বলব। আমি চট্টগ্রামে গিয়ে কোচ, অধিনায়কের সাথে বসে আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারব। আমাদের পেছনের কারণ জানতে হবে। আমি তো পত্রিকা পড়ে কোনো সিদ্ধান্ত নিতে পারব না।’

মনে হয় সাকিব থাকবে
ভারত সফরে কানপুর টেস্টের আগে টেস্ট ও টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। ক্রিকেটের দুই সংস্করণ ছাড়লেও ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে নেননি। আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার কথাও বলেছিলেন। চ্যাম্পিয়নস ট্রফির আগে আফগানিস্তানের বিপক্ষে তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।
নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিব থাকবেন কি না সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গত কয়েক দিন ধরেই। ফারুক আহমেদ অবশ্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিবের থাকার ইঙ্গিতই দিলেন। ‘নির্বাচকরা এখনো যেহেতু দল ঘোষণা করেনি, আমার মনে হয় সে অ্যাভেইলঅ্যাবল আছে।’

 


আরো সংবাদ



premium cement