৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

ব্যালন ডি’অর রদ্রির

-


রিয়াল মাদ্রিদের অনুষ্ঠান বয়কট, প্যারিসের থিয়েটার দু শাতেলেতে ব্যালন ডি’অর জয়ী ঘোষণা করা হয় রদ্রিকে। ২৮ বছর বয়সী রদ্রির হাতে তুলে দেয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার, ব্যালন ডি’অর ২০২৪। ভিনিসিয়াস জুনিয়রকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই পুরস্কারটি জিতলেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। আর ৬৪ বছর পর কোনো স্প্যানিশ তারকার হাতে উঠল ব্যালন ডি’অর। স্প্যানিশ দ্বিতীয় পুরুষ ফুটবলার হিসেবে এই পুরস্কারটি জেতেন তিনি। আর ম্যানচেস্টার সিটির প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
গত মৌসুমে চারটি শিরোপা জিতেছেন রদ্রি। স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ, ম্যানসিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। এসিএল চোটে বর্তমানে মাঠের বাইরে থাকা এই ফুটবলার স্ক্র্যাচে ভর দিয়ে মঞ্চে ওঠেন পুরস্কার নিতে। লাইবেরিয়ার জর্জ উইয়হু তুলে দেন পুরস্কারটি। ১৯৯৫ সালে আফ্রিকান কোনো ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন এই ফরোয়ার্ড।

রদ্রির আগে সর্বশেষ ১৯৬০ সালে স্প্যানিশ তারকা হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন লুইস সুয়ারেজ। এত দিন স্পেনে জন্ম নেয়া একমাত্র ব্যালন ডি’অর জয়ী ছিলেন বার্সেলোনা ও ইন্টার মিলানের সাবেক এই মিডফিল্ডার। এবার তার পাশে বসলেন আরেক মিডফিল্ডার। অবশ্য সুয়ারেজের আগে স্পেনের খেলোয়াড়দের মধ্যে ব্যালন ডি’অর জেতেন আলফ্রেদো দি স্তেফানো (১৯৫৭ ও ১৯৫৯)। তবে তার জন্ম ছিল আর্জেন্টিনায়, ১৯৫৬ সালে স্পেনের নাগরিকত্ব নিয়েছিলেন কিংবদন্তি এই ফরোয়ার্ড।
ব্যালন ডি’অর জয়ের তালিকায় এবার অনেকেই এগিয়ে রাখছিলেন ভিনিসিয়াসকে। পুরস্কারটি তার ‘প্রাপ্য’ বলেও মনে করছিলেন কেউ কেউ। গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে একটিসহ আসরে তিনি করেন ৬ গোল। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়ও। ২০২৩-২৪ মৌসুমে লা লিগায় তিনি করেন ১৫ গোল। এ ছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে করেন হ্যাটট্রিক।

জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় জাতীয় দল ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বে ভিনিসিয়াস জোড়া গোল করেন প্যারাগুয়ের বিপক্ষে। কার্ডের খাড়ায় খেলা হয়নি কোয়ার্টার ফাইনাল। ওই ম্যাচে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল।
রদ্রির পারফরম্যান্সও বেশ উজ্জ্বল ছিল গত মৌসুমে। সিটির টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ে বড় অবদান রাখেন তিনি। গত জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের শিরোপা জয়েও এই স্প্যানিয়ার্ডের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। চোটের কারণে ফাইনালের দ্বিতীয়ার্ধে না খেলেও জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে আসরে দলের সাত ম্যাচের সবগুলোতেই শুরুর একাদশে থেকে মাঝমাঠে সুর বেঁধে দেন তিনি। একটি গোল করেন শেষ ষোলোয় জর্জিয়ার বিপক্ষে ম্যাচে। সিটির হয়ে ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে তিনি গোল করেন ৯টি। এ ছাড়া অবদান রাখেন ১৪ গোলে। সব মিলে ব্যালন ডি’অরের দাবিদার হয়ে উঠেন রদ্রি।
মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতি। এ নিয়ে টানা দ্বিতীয়বার তার হাতে উঠল এই পুরস্কার। আর্জেন্টিনাকে কোপা জিতিয়ে বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে কোপা ট্রফি জিতেছেন স্পেনের লামিনে ইয়ামাল। অনূর্ধ্ব-২১ ফুটবলারদের মধ্য থেকে এই পুরস্কারটি দেয়া হয়। ছেলেদের বর্ষসেরা কোচ ‘ইয়োহন ক্রুয়েফ’ ট্রফি পেয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানচেলোত্তি। মেয়েদের বর্ষসেরা কোচ ‘ইয়োহান ক্রুয়েফ’ ট্রফি উঠেছে চেলসির ইমা হেইসের হাতে। গার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা) পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেন।


আরো সংবাদ



premium cement