২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১, ২১ রবিউস সানি ১৪৪৬
`

সেমিতে ভুটানকে পেল বাংলাদেশ

সাবিনার মোবাইলে ক্যামেরাবন্দী মাছুরা পারভীন ও সুমাইয়া মাৎসুসিমা। পরশু ভারতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার হোটেলে এভাবেই ফুরফুরে মেজাজে ছিলেন বাংলাদেশ মহিলা দলের ফুটবলাররা : বাফুফে -

২০২২ সালের মতোই এবারো মহিলা সাফের সেমিতে ভুটানকে পেল বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গতকাল ‘বি’ গ্রুপের শেষ দুই ম্যাচে ভুটান প্রথমে ১৩-০ গোলে হারায় মালদ্বীপকে। পরের ম্যাচে নেপালের ৬-০তে জয় শ্রীলঙ্কার বিপক্ষে। এতে দুই দলের পয়েন্ট সমান ৭ হলেও গোল পার্থক্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। ভুটান হয়েছে রানার্সআপ। নেপালের ১৭ গোলের বিপরীতে ভুটান দিতে পেরেছে ১৬ গোল। ফলে ২৭ অক্টোবর প্রথম সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ভুটানে বিপক্ষে। সেদিনই সন্ধ্যায় দ্বিতীয় সেমিতে ভারতের প্রতিপক্ষ নেপাল ।
এর আগে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন দলের মধ্যে সিনিয়র জুনিয়রের দ্বন্দ্বের গুজবকে উড়িয়ে দেন। সেই সাথে যোগ করেন, মিডফিল্ডে মনিকার সাথে মারিয়া থাকলে আমার খেলাটা ভালো হয়। যোগ করেন পাকিস্তানের সাথে ম্যাচে ড্র করার পর আমারো অনুধাবন ছিল দলের দু’টি পরিবর্তন করলে ভালো হয়। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় জোড়া গোল করা তহুরার প্রশংসা করেছেন সাবিনা।


আরো সংবাদ



premium cement