২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১, ২০ রবিউস সানি ১৪৪৬
`

২১ বছরের রেকর্ড ভাঙলেন জাকের

-

টেস্ট অভিষেকের প্রথম ইনিংসেই বাজে শটে দুই রানে আউট হয়েছিলেন জাকের আলী অনিক। মিরপুর শেরেবাংলায় গতকাল দ্বিতীয় ইনিংসে সেই জাকেরের ছিল ভিন্ন রূপ। খাদের কিনারায় দাঁড়িয়ে প্রতিরোধ গড়েছেন মিরাজের সাথে জুটি বেঁধে। তবে জুটির নতুন রেকর্ড গড়ার পর পথ ধরতে হয়েছে ড্রেসিংরুমের।
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় দিনে লাঞ্চ বিরতির আগেই ইনিংস হার চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। বিপদসঙ্কুল পরিস্থিতিতে সপ্তম উইকেটে জাকের-মিরাজ গড়েছেন ১৩৮ রানের জুটি। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগের এই রেকর্ডটা ছিল ২০০৩ সালে। চট্টগ্রামে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ১৩১ রান যোগ করেছিলেন হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এই দুই বারই ১০০ পেরিয়েছে বাংলাদেশের জুটি।
২০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামার সময় স্বাগতিকদের স্কোর ২৭.১ ওভরে তিন উইকেটে ১০১ রান। সকালের শুরুতে মেঘাচ্ছন্ন আবহাওয়ার সুবিধা কাজে লাগাতে থাকে প্রোটিয়ারা। প্রথমে জোড়া আঘাতে কাগিসো রাবাদা ফিরিয়েছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহীমকে। লিটন দাসও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরলে স্কোর ছয় উইকেটে ১১২ রান। সেখান থেকে সপ্তম উইকেটে জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজ গড়েছেন ১৩৮ রানের জুটি। টেস্টে এটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
রাবাদা, কেশব মহারাজদের বোলিংয়ে বিচলিত হননি জাকের ও মিরাজ। দু’জনেই ফিফটি তুলে নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি মিরাজ পেয়েছেন ৯৪ বলে। অভিষিক্ত জাকের তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়েছেন ১০২ বলে। ৭৩তম ওভারের চতুর্থ বলে ডেন পিটকে চার মেরে ফিফটি তুলে নিয়েছেন জাকের। সপ্তম উইকেটে ১৩৮ রানের রেকর্ড জুটি গড়তে জাকের-মিরাজ খেলেছেন ২৪৫ বল। ৭৬তম ওভারের প্রথম বলে জাকেরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন মহারাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ১১১ বলে করেছেন ৫৮ রান। মোসাদ্দেক হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ৮ নম্বরে নেমে অভিষেক টেস্টে ফিফটির কীর্তি জাকেরের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সেরা পাঁচ জুটি

সাল জুটি রান উইকেট ভেনু
২০২৪ জাকের-মিরাজ ১৩৮ ৭ম মিরপুর
২০০৩ বাশার-জাভেদ ১৩১ ২য় চট্টগ্রাম
২০১৫ রিয়াদ-মুশফিক ৯৪ ৪র্থ মিরপুর
২০১৫ রিয়াদ-তামিম ৮৯ ৩য় চট্টগ্রাম
২০০২ বাশার-হান্নান ৮৪ ২য় পচেফস্ট্রুম


আরো সংবাদ



premium cement