০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

দল পাননি মুমিনুল ও মোসাদ্দেকরা

-

বিপিএল একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফটে ১৬ জন বিদেশী ক্রিকেটার ও ৬২ দেশী ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজি। তবে দেশী ক্রিকেটারদের মধ্যে থেকে জাতীয় দলের দু’জন দলই পাননি। উপেক্ষিত থেকেছেন আরো কয়েকজন। ‘সি’ ক্যাটাগরিতে থাকা মুমিনুল হক ও মোসাদ্দেক হোসেন সৈকত কোনো দল পাননি। এ নিয়ে টানা দুই আসরেই ড্রাফটে অবিক্রীত থাকলেন মুমিনুল। আগের আসরের মাঝপথে রংপুর রাইডার্স তাকে যুক্ত করে একটি ম্যাচ খেলিয়েছিল।

বিপিএলে নিয়মিত পারফর্ম করলেও আগ্রাসী ব্যাটার মোসাদ্দেক হোসেন সৈকত সর্বশেষ আসরে খেলেছেন দুর্দান্ত ঢাকার হয়ে। গত আসরে ৯ ম্যাচে মাত্র ৯১ রান এবং তিনটি উইকেট পেয়েছিলেন। এবার কেউ আগ্রহ দেখায়নি তার ব্যাপারে। গতবারের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোমও থেকেছেন অবিক্রীত। দল পাননি বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু, বাঁ হাতি ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। কেউ আগ্রহ দেখায়নি বাঁ হাতি পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর ব্যাপারেও। যারা দল পাননি তাদের সুযোগ শেষ হয়ে যায়নি। ড্রাফটের বাইরে থেকে চাইলে কোন দল তাদের দলে নিতে পারবে। সে ক্ষেত্রে পারিশ্রমিকের অঙ্ক ঠিক হবে দুই পক্ষের আলোচনার ভিত্তিতে।
‘এ’ ক্যাটাগরিতে থাকা রিশাদ সর্বশেষ দল পাওয়া খেলোয়াড়। এর আগে ক্যাটাগরি ‘বি’-এর সব খেলোয়াড়ও দল পেয়ে গিয়েছিলেন। ৬০ লাখ টাকা দামের রিশাদ দল পেয়েছেন চতুর্থ সেটের প্রথম রাউন্ডে, অর্থ্যাৎ, প্লেয়ার্স ড্রাফটে স্থানীয়দের মধ্যে ৪৩ নম্বরে। কিছুটা অবাক করে দিয়ে দল পেয়ে গেছেন মার্শাল আইয়ুবও।


আরো সংবাদ



premium cement