১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬
`

আইপিএলের কারণেই ভারত এগিয়ে : তাসকিন

-

বিন্দুমাত্র লড়াই করতে পারেনি বাংলাদেশ। নখ-দন্তহীন টাইগাররা যেন সার্কাসে তারের বেড়াজালে বন্দী। লড়াই বিহীন হারের ধরনটা ছিল প্রথম ম্যাচের মতোই। তফাৎ শুধু আগে-পরে ব্যাট করায়। কিন্তু পরিণতিতে কোনো ফারাক নেই বাংলাদেশের। দ্বিতীয় টি-২০তেও ভারতের কাছে স্রেফ উড়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। তার আগে টেস্টে প্রাণহীন পরাজয়-ধবলধোলাই। আগামীকাল হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে টি-২০ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এটিতেও শঙ্কা প্রবল হোয়াইটওয়াশের। কারণ বাংলাদেশ যে বড় স্কোরের চ্যালেঞ্জ নিতে পারছে না। কাল শান্তরা হায়দরাবাদ পৌঁছেছে।
নীতিশ কুমার রেড্ডি এবং রিংকু সিংয়ের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের জন্য ২২২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ভারত। বড় লক্ষ্য তাড়ায় দারুণ এক শুরুর বিকল্প ছিল না সফরকারী ব্যাটারদের সামনে। আর্শদীপ সিংয়ের প্রথম ওভারে তিন চারে মেরে সেটার আভাস দেয়ার চেষ্টা করেন পারভেজ হোসেন ইমন। যদিও পরের ওভারেই রানের গতি কমে গেছে বাংলাদেশের। আগের ওভারে আর্শদীপকে তিন-চার মারা ইমন বোল্ড হয়ে ফিরেছেন তার বলেই।
নাজমুল হোসেন শান্তও উইকেটে এসে নিজের খেলা প্রথম দুই বলেই চার মেরেছেন। বড় রান তাড়ায় যা চাই সেটাই করার চেষ্টা করেছিলেন বাংলাদেশের অধিনায়ক। তবে ইমনের মতো ইনিংস বড় করতে পারলেন না। ওপেনার লিটন দাসও ফিরেছেন ব্যর্থতার পাল্লা ভারী করে। আসা-যাওয়ার মিছিলে পরবর্তীতে যোগ দিয়েছেন তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, রিশাদ হোসেনরা। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ৩৯ বলে ৪১ রানের ইনিংসে কেবল বাংলাদেশের হারের ব্যবধানই কমেছে। ৯ উইকেটে ১৩৫ রান করলে ৮৬ রানে সিরিজ হেরেছে এক ম্যাচ হাতে রেখেই। ম্যাচ শেষে তাসকিন জানিয়েছেন বড় রান হওয়ায় মারতে গিয়ে তারা দ্রুত উইকেট হারিয়েছেন।
ভারতের প্রশংসা করে তাসকিন বলেন, ‘ওরা (ভারত) বিশ্বের সেরা দল। আমাদের চেয়ে অভিজ্ঞ। উইকেট পড়লেও ওরা আমাদের বোলারদের বিপক্ষে চড়াও হয়েছে। বড় স্কোর হওয়ায় মারতে গিয়ে আমরা দ্রুত উইকেট হারিয়েছি, ছন্দ হারিয়েছি। বড় স্কোর তাড়া করার চ্যালেঞ্জটা নিতে পারিনি।’
দিল্লির রানপ্রসবা উইকেটে ভারত যেখানে ৯ উইকেট হারিয়ে ২২১ রান তুলেছে বাংলাদেশ করতে পেরেছে ১৩৫ রান। প্রথম টি-২০তে বাংলাদেশের ১২৭ রানের বিপরীতে ভারত ম্যাচ জিতে নিয়েছিল ৪৯ বল বাকি থাকতেই। তাসকিন মনে করেন, আইপিএলে হাই স্কোরিং উইকেটে খেলার কারণে টি-২০তে ভারতের এমন উন্নতি হয়েছে। সেই সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন ভারতের জন্য যেখানে ১৮০ রান খুবই স্বাভাবিক সেখানে বাংলাদেশের জন্য তা ১৩০-১৫০।
আইপিএলের প্রসঙ্গ নিয়ে তাসকিন বলেন, ‘আইপিএলে বেশির ভাগ ম্যাচই হাই স্কোরিং হয়। ওরা জানে কিভাবে হাই স্কোরিং রান তাড়া করতে হয়, হাই স্কোর কিভাবে করতে হয়। ওদের কাছে ১৮০-২০০ রান খুবই স্বাভাবিক। আমাদের জন্য যেটা ঘরের মাঠে ১৩০, ১৪০, ১৫০ রান। সুতরাং বড় স্কোরের অভ্যাসট আমাদের কিন্তু খুবই কম, এটা বাস্তবতা। ওদের মতো শুয়ে-বসে খেলতে গেলে আমাদের দেশে হয়তো বল মুখে লাগবে। ওরা ছোট থেকেই ভালো উইকেটে খেলে এভাবে খেলার অভ্যাস করেছে।’
উইকেটের প্রসঙ্গ এলেই অবধারিতভাবে উঠে আসে গামিনি ডি সিলভার নাম। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর। তার এই বিষয়ে কোনো প্রশিক্ষণই নেই বলে বিসিসিআইর প্রধান কিউরেটর আশীষ ভৌমিক গামিনিকে কিউরেটরই মনে করেন না। অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং বিসিবির চাকরি ১ বছর করেই ছেড়ে দিয়ে যাবার সময় বলেছিলেন বাংলাদেশের ক্রিকেটে লঙ্কান মাফিয়া আছে। জাতীয় দল, নারী দল এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ বর্তমানে শ্রীলঙ্কান, তাই যোগসূত্রটা কোথায় সেদিকে নজর দেয়াটা সময়ের দাবি। তাসকিন সাহস করে বলেই দিলেন, গামিনির কবল থেকে মুক্তি চান তারাও, এটা যদিও বোর্ডের সিদ্ধান্ত। ‘আমরাতো বোর্ডকে জানিয়েছি, বোর্ড এটা নিয়ে চিন্তা করছে। বোর্ড কীভাবে সহযোগিতা করবে এটা বোর্ডের ব্যাপার।’
অজুহাতটা খুব সরল। দেশে ভালো উইকেটে রান করার অভ্যাস নেই তাই বিদেশে ভাল উইকেটেও রান করতে পারছেন না ব্যাটসম্যানরা। তাসকিন এবং তামিম দু’জনেই বলেছেন যে দক্ষতা মানসিকতা সামর্থ্যেও ফারাক আছে, তবে উইকেট অন্যতম প্রধান সমস্যা। তবে প্রশ্ন হচ্ছে, এমন উইকেটেই তো স্পিনের ফাঁদ পেতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়া হয়েছে। এ রকম উইকেট তৈরির সিদ্ধান্ত কি গামিনি এককভাবে নেন?
অধিনায়ক শান্ত তো বলেই দিলেন, ‘আমরা বারবার একই ভুল করছি। এক ম্যাচের থেকে শিক্ষা নিয়ে আরেক ম্যাচে প্রয়োগ করতে পারছি না। এটা দল হিসেবে ভালো কিছু নয়। ব্যাড প্রাকটিস। আমাদের উন্নতি করতে হবে। বিশেষ করে ব্যাটারদের আত্মবিশ্বাস ফেরাতে হবে। টস জিতে বোলিং নেয়াটা ভালো সিদ্বান্ত ছিল। প্রথম ৬-৭ ওভারের পর ওরা ভালো ব্যাটিং করেছে। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। বোলাররা ভালো বোলিং করেছে। কিন্তু মধ্য ওভারে আমরা উইকেট নিতে পারিনি। ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব নিতে হবে, আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।’


আরো সংবাদ



premium cement