১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬
`

তামিমের সমর্থনে সালাউদ্দিন আশরাফুল

-

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অনেক আগে থেকেই স্বদেশী কোচে ভরসা রাখছে। বেশ কয়েক বছর ধরে একই পথ অনুসরণ করছে ভারতও। রাহুল দ্রাবিড় ও রবি শাস্ত্রীর পর এখন তাদের কোচ সাবেক ওপেনার গৌতম গম্ভীর। সেই পথে হেঁটে এবার শ্রীলঙ্কার প্রধান কোচ হয়েছেন সনাথ জয়াসুরিয়া। তাহলে বাংলাদেশ কেন দেশী কোচদের দায়িত্ব দিচ্ছে না? এমন প্রশ্নে তামিম ইকবাল ‘স্পোর্টস্টারে’ বলেছেন, ‘আমার মনে হয় না, বাংলাদেশের কারো প্রধান কোচ হওয়ার সামর্থ্য আছে। বর্তমানে দুই অথবা তিনজন আছেন, যারা সহকারী কোচ হওয়ার উপযুক্ত। তবে আমার মনে হয় না, কেউ প্রধান কোচ হওয়ার মতো উপযুক্ত।’
তামিমের এমন মন্তব্যের বিরোধিতা না করে উল্টো সমর্থনই করলেন দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তামিমকে সমর্থন করেছেন সদ্য লেভেল থ্রি সম্পন্ন করা সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। এখনো জাতীয় দলের দায়িত্ব নিতে না পারার কারণ হিসেবে গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন একটি চ্যানেলে বলেন, ‘তামিম সঠিক কথা বলেছে। জাতীয় দলে যে ক্রিকেটাররা প্রথমে আসে তখন কি আমরা ভাবি সে রেডি হয়ে আসি। খেলোয়াড়দের সময় দেয়া হয়। তাদের যদি ৫ বছর লাগে তৈরি হতে, তখন তো কোচদেরও সময় লাগবে। কোচদের তো গড়ে তুলতে হবে। জাতীয় ক্রিকেটারদের অনূর্ধ্ব-১৯ বা ‘এ’ দলে তৈরি করে খেলাচ্ছেন, কোচদের কি সেই সুযোগ দিচ্ছেন।’
দেশী কোচরা প্রথম শ্রেণীর ক্রিকেটে আগ্রহী নয়। তারা বরং বেশি পছন্দ করেন বিপিএলের দলের দায়িত্ব নিতে। এটা অর্থনৈতিক কারণে বলেই মনে করেন সালাউদ্দিন, ‘আমরা হয়ত বিপিএলে নিয়ে বেশি আগ্রহ দেখাই, প্রথম শ্রেণীতে না। সেখানে একমাস কাজ করলে হয়তো ৩০ হাজার টাকা পাবে। একটা কোচ কেন ৭০ হাজার টাকা বেতনের চাকরি ছেড়ে সেখানে যাবে। খেলোয়াড় যদি ম্যাচ ফি পায় তাহলে কোচদেরও দেয়া উচিত।’
তামিম ইকবালের মন্তব্য আর মোহাম্মদ সালাউদ্দিনের ব্যাখ্যার সমর্থন জানিয়ে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, ‘ফার্স্ট ক্লাস ক্রিকেটে সুজন ভাই, সালাউদ্দিন ভাইরা কাজ করেন না। কারণ বেতন কম। সৌরভ গাঙ্গুলি বোর্ড প্রেসিডেন্ট হয়ে ফার্স্ট ক্লাসে কোচদের বেতন ডাবল করে দিয়েছিলেন। আমাদের কেউ সেটা করেননি।’


আরো সংবাদ



premium cement