২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যেভাবে টিকে আছেন আত্মগোপনে থাকা পরিচালকরা

-

গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক বিশেষ কোনো কারণ ছাড়া পর পর তিনটি বোর্ড সভায় উপস্থিত না থাকলে ক্রিকেট বোর্ডে তার পরিচালক পদ বাতিল হওয়ার নিয়ম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি ইতোমধ্যে তিনটি বোর্ড সভা করেছে। তবু আত্মগোপনে থাকা পরিচালকদের পদ শূন্য হচ্ছে না! কেননা তাদের অনেকেই অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন।
নতুন বোর্ড গঠনের পর জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় দু’জন পরিচালক কেবল বোর্ডে এসেছেন। একজন ফারুক আহমেদ নিজে, অন্যজন নাজমুল আবেদীন ফাহিম। তাদের বদলে বাদ পড়েছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস। ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর গত দেড় মাসে পরিচালকদের দায়িত্ব বণ্টনও করা যায়নি। সব কমিটি জোড়াতালির মাধ্যমে চলছে।
আত্মগোপনে রয়েছেন নাঈমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দিন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেলসহ অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, নজীব আহমেদ, এনায়েত হোসেন সিরাজ, মঞ্জুর কাদের, মঞ্জুরুল আলম। মূলত আইনের ফাঁকফোকরের জন্যই পরিচালকদের শূন্যস্থান পূরণ করা যাচ্ছে না।

ফারুক আহমেদ বলেছেন, ‘একটা এমার্জেন্সি মিটিংসহ চারটি মিটিং হয়েছে। এখন সময় এসেছে যারা নেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাঠ সঙ্কটে অনেক দিন ধরে ভুগছে। গত বোর্ড সভায় সেই সমস্যা থেকে উত্তরণের উপায় খোঁজার চেষ্টা করেছেন বোর্ড কর্তারা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ‘খুব দ্রুতই আমাদের লিগ শুরু হতে যাচ্ছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ এই লিগগুলো হবে। আমরা বোর্ড সভায় মাঠের ব্যাপারে আলোচনা করেছি। পূর্বাচলে একটা মাঠ আছে। সেখানে দুটো গ্রাউন্ডের মধ্যে একটা খেলার জন্য তৈরি করছি।’
তিনি যোগ করেন, ‘সেনাবাহিনী এবং বিমানবাহিনীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। ঢাকায় তাদের যে মাঠ আছে সেখানে সুযোগ-সুবিধার উন্নয়ন করে ঘরোয়া খেলাগুলো চালাতে পারি কি না সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এভাবে হয়তো মাঠের সমস্যার আপাতত একটা সমাধান হবে।’
বাহিরের মাঠ নিয়ে ফারুকের উক্তি, ‘রূপগঞ্জের মাঠও আমরা দেখে এসেছি। আমিন বাজারেও আমাদের একটা মাঠ আছে। সেখানে সাইডস্ক্রিন ও মাঠের কিছুটা উন্নয়ন করলে সেই মাঠও খেলার জন্য ব্যবহার করতে পারবো। এ ছাড়া বিকেএসপির মাঠে দুটো গ্রাউন্ড আছে।’

 

 


আরো সংবাদ



premium cement