০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬
`

ভিনি-অ্যালিসনের চোটে বিপাকে ব্রাজিল

-

ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। হ্যামস্ট্রিং চোটের কারণে অন্তত কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দলটির প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকারকে। চোটে পড়েছেন ব্রাজিলের আক্রমণ ভাগের মধ্যমণি ভিনিসিয়াস জুনিয়রও।
আন্তর্জাতিক বিরতির ঠিক আগের ম্যাচেই চোটে পড়েন অ্যালিসন। ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু ক্রিস্টল প্যালেসের বিপক্ষে লিভারপুলের ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে ৭৯ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই গোলরক্ষক। দ্রুতই মাঠে ফেরার সম্ভাবনা না থাকায় ব্রাজিলের সাথে ক্লাব তার লিভারপুলেরও কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। ম্যাচ শেষে কোচ আর্না স্লট নিশ্চিত করেছেন, চোট থেকে সহসাই ফেরা হচ্ছে না ৩২ বছর বয়সী এই গোলরক্ষকের। ডাচ এই কোচ বলেন, যেভাবে সে মাঠ ছেড়েছে, তাতে মনে হয়েছে ব্রাজিল দলের হয়ে সে খেলতে পারবে না। আন্তর্জাতিক বিরতির পর আমাদের প্রথম ম্যাচেও তাকে পাওয়ার আশা করছি না। ধারণা করছি, তার ফিরতে কয়েক সপ্তাহ লাগতে পারে।


আরো সংবাদ



premium cement