০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬
`

২০২৭ এশিয়া কাপ বাংলাদেশে

-

এশিয়া কাপ নিয়ে গত বছর ভারতের আপত্তিতে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে হয়েছিল। আয়োজক দেশ পাকিস্তানে ম্যাচ হয়েছে কম, শ্রীলঙ্কায় হয়েছে বেশি। এবার জানা গেল ২০২৫ সালের টি-২০ ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। এরপর ২০২৭ এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ওই বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায় ফরম্যাটে এই পরিবর্তন। এরপর ২০২৯ সালে পাকিস্তানে টি-২০ এবং ২০৩১ সালে শ্রীলঙ্কায় ওয়ানডে ফরম্যাটে এই আসর অনুষ্ঠিত হবে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আরো পাঁচটি টুর্নামেন্টের আয়োজন করে, যার মধ্যে আছে নারী এশিয়া কাপ, পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, পুরুষদের ইমার্জিং এশিয়া কাপ, নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং নারী ইমার্জিং এশিয়া কাপ। এসিসি এই টুর্নামেন্টের মিডিয়া স্বত্বের জন্য ভিত্তিমূল্য করেছে ১৭ কোটি মার্কিন ডলার। আগামী ৮ বছরের জন্য মিডিয়া স্বত্ব বিক্রি করা হবে।

 


আরো সংবাদ



premium cement