১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বর্ষার কদমফুল

-

ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের এই দেশ প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে ভরপুর। এখানে ছয়টি ঋতু আমাদের মধ্যে হাজির হয় ছয়টি অপরূপ রূপের ডালি নিয়ে। সুজলা সুফলা শস্য শ্যামলা এই বদ্বীপ ভূমির একটি ঋতু হচ্ছে বর্ষা। অন্য ঋতুর মতো হাজারো সৌন্দর্য নিয়ে আমাদের মধ্যে হাজির হয় এই বর্ষা ঋতু। আর বর্ষা ঋতু মনে পড়তেই যে ফুলটির নাম সবার আগে মনে পড়ে তা হলো কদমফুল। আবহমান গ্রাম-বাংলার চিরাচরিত রূপ যেন স্বমহিমায় সগৌরবে মাথা উঁচু করে জানান দেয় এই কদমগাছ। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে, এই কদমফুল পছন্দ করে না। শিশু থেকে বৃদ্ধ এমন কোনো মানুষ নেই যে বৃষ্টির ছন্দের সাথে কদমফুলের এ দোল পছন্দ করে না। মৃদু বাতাসে কদমের এ দোল সবার মনকে একটু হলেও নাড়িয়ে যায়। ঝিরিঝিরি বৃষ্টি জড়ানো বাতাসের সাথে কদমফুলের মিষ্টি সুবাস মনকে সজীব করে তোলে। অন্য সব ফুলের চেয়ে ভিন্ন সৌন্দর্য বহন করে এ ফুল। হলুদ পাখির গায়ে সাদা পালক যেন। বর্ষাকাল আর কদমফুলের সম্পর্ক যেন চিরন্তন। কদমফুলকে তাই বর্ষার দূতও বলা হয়। এ সময়ে আম কাঁঠাল জাম ইত্যাদি ফলের সমাহার থাকে। চারদিকে থৈ থৈ জল। নদী-নালা, খাল-বিল নতুন সাজে সেজে ওঠে। এর মধ্যেও কদমফুল মানুষের মনকে আকৃষ্ট করে ধরে রাখে তার নিজস্বতায়। সবুজ পাতার গা ছুঁয়ে ছুঁয়ে উড়ে যেতে চায় তারাও। সবুজ ঘন পাতার ফাঁক গলে টুপটাপ বৃষ্টিতে মিশে আসে কদমফুলের মিষ্টি গন্ধ। এ সময় মানুষের হাতে হাতে দেখা মেলে কদমফুল। ছোট্ট শিশুরা ফুলের মঞ্জুরি খসিয়ে তা দিয়ে দিনভর খেলা করে। বর্ষা, কদমফুল আর রঙিন ছেলেবেলা একই সূত্রে গাঁথা যেন।


আরো সংবাদ



premium cement
রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কোম্পানীগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক ১০ ট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অব্যাহত এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলায় দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প

সকল