১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বর্ষার কদমফুল

-

ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের এই দেশ প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে ভরপুর। এখানে ছয়টি ঋতু আমাদের মধ্যে হাজির হয় ছয়টি অপরূপ রূপের ডালি নিয়ে। সুজলা সুফলা শস্য শ্যামলা এই বদ্বীপ ভূমির একটি ঋতু হচ্ছে বর্ষা। অন্য ঋতুর মতো হাজারো সৌন্দর্য নিয়ে আমাদের মধ্যে হাজির হয় এই বর্ষা ঋতু। আর বর্ষা ঋতু মনে পড়তেই যে ফুলটির নাম সবার আগে মনে পড়ে তা হলো কদমফুল। আবহমান গ্রাম-বাংলার চিরাচরিত রূপ যেন স্বমহিমায় সগৌরবে মাথা উঁচু করে জানান দেয় এই কদমগাছ। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে, এই কদমফুল পছন্দ করে না। শিশু থেকে বৃদ্ধ এমন কোনো মানুষ নেই যে বৃষ্টির ছন্দের সাথে কদমফুলের এ দোল পছন্দ করে না। মৃদু বাতাসে কদমের এ দোল সবার মনকে একটু হলেও নাড়িয়ে যায়। ঝিরিঝিরি বৃষ্টি জড়ানো বাতাসের সাথে কদমফুলের মিষ্টি সুবাস মনকে সজীব করে তোলে। অন্য সব ফুলের চেয়ে ভিন্ন সৌন্দর্য বহন করে এ ফুল। হলুদ পাখির গায়ে সাদা পালক যেন। বর্ষাকাল আর কদমফুলের সম্পর্ক যেন চিরন্তন। কদমফুলকে তাই বর্ষার দূতও বলা হয়। এ সময়ে আম কাঁঠাল জাম ইত্যাদি ফলের সমাহার থাকে। চারদিকে থৈ থৈ জল। নদী-নালা, খাল-বিল নতুন সাজে সেজে ওঠে। এর মধ্যেও কদমফুল মানুষের মনকে আকৃষ্ট করে ধরে রাখে তার নিজস্বতায়। সবুজ পাতার গা ছুঁয়ে ছুঁয়ে উড়ে যেতে চায় তারাও। সবুজ ঘন পাতার ফাঁক গলে টুপটাপ বৃষ্টিতে মিশে আসে কদমফুলের মিষ্টি গন্ধ। এ সময় মানুষের হাতে হাতে দেখা মেলে কদমফুল। ছোট্ট শিশুরা ফুলের মঞ্জুরি খসিয়ে তা দিয়ে দিনভর খেলা করে। বর্ষা, কদমফুল আর রঙিন ছেলেবেলা একই সূত্রে গাঁথা যেন।


আরো সংবাদ



premium cement