ও কবিতা
- আব্দুস সামাদ আজিজ
- ০৯ এপ্রিল ২০২১, ০০:২১
ও কবিতা, বলো তুমি লুকিয়ে কোথায় থাকো
কার মনে রোজ শিল্পী হয়ে স্বপ্নছবি আঁকো।
এত করে খুঁজি তোমায় দাও না কেন দেখা
তোমায় ছাড়া বলো আমি ক্যামনে থাকি একা?
সকাল-বিকেল তোমার খোঁজে নদীর ঘাটে যাই,
ফুল বাগানে উঁকি মারি যদি তোমায় পাই।
তোমায় খুঁজি দোয়েল, শ্যামা, ময়না, টিয়ার ডাকে
রঙিন ফুলের মধু ভরা মৌমাছিদের চাকে।
তোমায় খুঁজি ফড়িং এবং প্রজাপতির ডানায়
তারা যদি ভালোবেসে তোমার খবর জানায়।
ও কবিতা, থাকো তুমি সুদূর চাঁদের দেশে
কুঁজো হয়ে সুতো কাটা চরকাবুড়ির বেশে?
জোসনা হয়ে ঝরো তুমি পূর্ণিমারই রাতে
নাকি মজার খাবার হয়ে হাসো খুকুর পাতে?
ও কবিতা, তুমি কী ভাই রাত্রাকাশের তারা
তোমার ঝলক দেখতে আমি হই যে পাগলপারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা