আলীর সাহসিকতা
- সাঈদুর রহমান লিটন
- ০১ মার্চ ২০২৫, ০০:০০
এক গ্রামে একবার ছিল এক ছোট্ট ছেলে, নাম ছিল আলী। আলী ছিল খুব সাহসী ও দয়ালু। একদিন গ্রামের কাছে একটি বড় নদী ছিল। নদীর ওপারে অনেকগুলো গাছ ছিল কিন্তু সেখানে যেতে সবাই ভয় পেত। কারণ নদীটি ছিল খুব গভীর এবং স্রোত ছিল তীব্র। কিন্তু আলী কোনো কিছুতেই ভয় পেত না।
একদিন, গ্রামের এক বৃদ্ধ মহিলা মুশকিলের মধ্যে পড়লেন। তার বাড়ি ছিল নদীর ওপারে, কিন্তু স্রোতের কারণে তিনি পার হতে পারছিলেন না। সবাই তাকে সাহায্য করার চেষ্টা করল, কিন্তু কেউই সাহসী হয়ে নদী পার হতে পারল না।
তখন আলী সাহস নিয়ে বলল, ‘আমি আপনাকে সাহায্য করব, দিদি।’ এমনকি সে জানত নদী পার হওয়ার জন্য তাকে অনেক কষ্ট করতে হবে, তবুও সে ভয় পেল না। আলী ছোট্ট শরীর নিয়ে দ্রুত নদীর পাড়ে গিয়ে নেমে পড়ল। সে সাবধানে স্রোতের মধ্য দিয়ে মহিলাকে ওপারে পৌঁছে দিলো।
মহিলা খুব খুশি হয়ে আলীকে ধন্যবাদ দিলেন। আলী বলল, ‘এটিই তো আমার কাজ!’
তারপর আলী সেদিন বাড়ি ফিরে এলো, আর মনে মনে ভাবল, ‘যখনই কারো সাহায্য প্রয়োজন হয়, তখন আমি পাশে থাকব।’
এভাবে আলী এক দুঃসাহসিক কাজ করে দেখাল। তার এই সাহস এবং দয়া গ্রামের সবাইকে তার সম্পর্কে ভালো কিছু শেখাল। আলী জানত, ছোট ছোট কাজেও বড় কিছু করা যায়, যদি মনটা সত্যি ভালো থাকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা