১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

শীতের দাপট

-

শীতের দাপট খুব বেড়েছে
শহর-গ্রাম সবখানে
শীতের বুড়ি ডাক দিয়েছে
লুকাই আর কোনখানে।

শীত-কুয়াশায় জবুথবু
কর্ম-খাওয়া-নাওয়া
শীতের কাঁপন খুব ধরেছে
বইছে শীতল হাওয়া।

যাচ্ছে জমে শরীরখানি
বরফ শীতল পানি
শীতের কালে এমন হবেই
কষ্ট হলেও মানি।


আরো সংবাদ



premium cement