১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

খুদে চোর ইঁদুর

খুদে চোর ইঁদুর -

এক দিন একটি ইঁদুর খাবারের খেঁাজে এদিক-সেদিক ঘুরছিল। ইঁদুরটির খুব ক্ষুধা পেয়েছিল। কিন্তু কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। ঘুরতে ঘুরতে একটি গাছের গর্ত দেখতে পেল। ইঁদুরটি সেই গর্তে ঢুকে পড়ল। গর্তে ছিল একটি কাঠঠোকরা পাখির বাসা। বাসায় বেশ খাবার দেখতে পেল। সেগুলো ছিল এক কাঠঠোকরা পাখির দুপুরের খাবার। পাখিটি এই খাবারটা বাসায় রেখে কিছু ফোন আনতে বাসার বাইরে গিয়েছিল।
ইঁদুর পাখির বাসায় কাউকে দেখতে না পেয়ে সব খাবার খেয়ে ফেলল। তারপর আরাম করে কাঠঠোকরা পাখির বাসায় শুয়ে আরামে একটা ঘুম দিলো। কাঠঠোকরা তার খাবার খেতে, অনেক ফল সাথে নিয়ে, গাছের কাছে ফিরে আসছিল। বাসায় ঢুকে দেখল গর্তে খাবার নেই। বরং একটি মোটা ইঁদুর তার বাসায় ঘুমিয়ে আছে । কাঠঠোকরা ইঁদুরটিকে ডেকে তুলল এবং রেগে মেগে জিজ্ঞেস করল, ‘এই তুমি কে?’
কাঠঠোকরাকে দেখে ইঁদুরটি দ্রুত বিছানা থেকে নেমে গেল। এবং দৌড় দিয়ে গর্ত থেকে বের হতে চেষ্টা করল। কিন্তু পারল না। এতগুলো খাবার খেয়ে তার পেট বেশ ফুলে গিয়েছিল। কাঠঠোকরা ইঁদুরটিকে ধরে ফেলল এবং তাকে ভীষণ মার দিতে লাগল।


আরো সংবাদ



premium cement