১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

যাচ্ছি আমি মেঘের বাড়ি

-

মেঘে চড়ে যাচ্ছি আমি মেঘের বাড়ি
দিগ দিগন্তে তেপান্তরে দিচ্ছি পাড়ি
হাওয়ার সাথে পাল্লা দিয়ে হাওয়ায় উড়ি
লাটাই ছাড়া দূর গগণে উড়ছে ঘুড়ি।

কোথায় হতে যাচ্ছি কোথা নেই তো জানা
ইচ্ছেগুলো পাখির মতো মেলছে ডানা
হেথায় সেথায় ঘুরতে যাব নেই যে মানা
দুটি চোখে থাকতে আলো অন্ধ কানা।

পাখির মতো উড়ে যখন আকাশ দেখি
মেঘের ছায়ায় অন্ধকারে ছন্দ লেখি
তোমরা কি ভাই সাথে যাবে মেঘের বাড়ি
হাত ইশারায় একটু দাঁড়াও মেঘের গাড়ি।


আরো সংবাদ



premium cement