১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ফুল পাখি ও আমি

-

ফুলের বাগে ফুলের মেলা
দেখি আমি নিত্য
নানা রকম ফুল দেখে যে
ভরে আমার চিত্ত।

গোলাপ বেলি হাসনাহেনা
রক্ত জবা লালে
জবার রঙটা লাগিয়ে দেই
আমি সখার গালে।

ইশকুল ছুটি হলে আমি
পেতে পাখির দেখা
বনবাঁদাড়ে ছোটে চলি
ফেলে ভয়ের রেখা।

বকের ছানা দেখতে আমি
ওঠি গাছের ডালে
দেখি ছানা খাচ্ছে দানা
মায়ে ছানা পালে।

আমার আমি ইচ্ছে মতো
ঘুরে ফিরে চলি
ছোট্ট বলে কেউ আমাকে
ডাকে ফুলের কলি।


আরো সংবাদ



premium cement